পৌরসভায় গ্রুপ-C কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। NULM অর্থাৎ National Urban Livelihoods Mission এর আওতায় পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে। কমিউনিটি অর্গানাইজার এবং অ্যাকাউন্ট্যান্ট পদের শুন্যপদ পূরনের জন্যই এই নিয়োগ করা হবে বলে নোটিশ থেকে জানা গেছে। নিয়োগের সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি।
Madhyamgram Municipality Group C Recruitment
নোটিশ নম্বরঃ MM/Chair/ NULM/2898/ 2021-22
নোটিশ প্রকাশের তারিখঃ 10.01.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
(2) কমিউনিটি অর্গানাইজার (Community Organiser)
পদের খুটিনাটি তথ্য (Post Details)
(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
বেতন- ১৪ হাজার টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- B.Com ডিগ্রি করা থাকতে হবে। যেকোনো অর্গানাইজেশনে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, Power Point ইত্যাদির কাজ জানতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- কমিউনিটি অর্গানাইজার (Community Organiser)
বেতন- ১০ হাজার টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সোশ্যাল ডেভেলপমেন্ট কমিউনিটিতে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ইন্টারনেট চালানো এবং ইমেল পাঠাতে পারতে হবে। সেইসাথে MS Office (MS Word, MS Excel, Power Point) এর কাজ করতে পারতে হবে।
শুন্যপদ- 1 টি
বয়সসীমাঃ প্রতিটি পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.04.2021 তারিখ অনুযায়ী।
নিয়োগের ধরনঃ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম মিউনিসিপালিটি (পৌরসভা) তে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইনে যেভাবে আবেদন করতে হয় ঠিক সেইভাবেই এর জন্য আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশের ২ নম্বর পেজে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। ঐ ফর্মটি এ4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি আবেদনকারীর ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে।
তারপর কিছু দরকারি ডকুমেন্টের জেরক্স ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। শেষে অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি খামে ভরে মধ্যমগ্রাম পৌরসভার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 10.01.2022 |
আবেদন শুরু | 10.01.2022 |
আবেদন শেষ | 28.01.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- গ্রুপ-ডি রেশম বন্ধু পদে রাজ্যের জেলায় নিয়োগ
- BDSP পদে গ্রাম পঞ্চায়েতে চাকরি
- রাজ্যের ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে নিয়োগ