রাজ্যে বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। গ্রুপ-সি ক্লার্কশিপে 5,500 শূন্যপদে নিয়োগের আপডেট উঠে এলো।
আপনাকে জানিয়ে রাখি এর আগে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এত মাধ্যমে এই ক্লার্কশিপ নিয়োগ করা হতো।
কিন্তু এইবছর থেকে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ WBSSC এর মাধ্যমে নিয়োগ করার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়টি কয়েক মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে।
ক্লার্কশিপের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের।
ক্লার্কশিপের ক্ষেত্রে বয়সসীমা
নূন্যতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
ক্লার্কশিপের ক্ষেত্রে মাসিক বেতন
চাকরি পাবার পর পে লেভেল 6 অনুযায়ী প্রতিমাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের। এর সাথে, D.A. H.R.A সহ অন্যান্য সুবিধাও মিলবে।
ক্লার্কশিপের নিয়োগ পদ্ধতি
এখানে তিনটি ধাপে বাছাই করা হবে প্রার্থীদের। এর মধ্যে রয়েছে প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম এবং সব শেষে টাইপিং টেস্ট। প্রার্থীদের কম্পিউটারে টাইপিং দক্ষতা থাকার প্রয়োজন।
ক্লার্কশিপের আবেদন পদ্ধতি
রাজ্যের ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য সবার প্রথমে, WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর একে একে ছবি, স্বাক্ষর ইত্যাদি আপলোড করে, আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
ক্লার্কশিপের সম্ভাব্য তারিখ
চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাস নাগাদ ক্লার্কশিপের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সম্ভবনা আছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 WBPSC মিসলেনিয়াস নিয়োগ ২০২৩, প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
👉 এই বছর হবে না ফুড SI পরীক্ষা! তাহলে কবে হবে? বিস্তারিত জানুন
👉 কল্যানী AIIMS এ লাইব্রেরিয়ান নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 SSC তে 84 হাজারের বেশি শূন্যপদে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি! ৬ ধরনের বাহিনীতে হবে নিয়োগ
👉 ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংস্থায় কর্মী নিয়োগ