মাধ্যমিক পাশে ডিফেন্স কলেজে গ্রুপ-C চাকরির বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন

Madhyamik Pass Defence College Group-C Recruitment 2023

কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটনের তরফে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় পুরষ, মহিলা নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

নোটিশ প্রকাশের তারিখ- 02/09/2023

1. MTS- মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

2. LDC- লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ইংরেজিতে 35 wpm স্পিড থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

3. কুক / Cook

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

4. স্টেনো গ্রেড / Steno Grade-II

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 4 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

5. সুখানি / Sukhani

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সুইমিং সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

6. ফায়ারম্যান / Fireman

শূন্যপদ- 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

7. টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট Technical Attendant – Printing Machine Operator

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং প্রিন্টিং এ সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

8. মোটর ড্রাইভার / Civilian Motor Driver (Ordinary Grade)

শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে হেভি ভেইকেল লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 5 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

The Commandant, Defence Services StaffCollege, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.

আবেদনের শেষ তারিখ

23/09/2023 এখানে আবেদন পাঠাবার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা

👉 পাশের রাজ্যে ১ লাখ নতুন শিক্ষক নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট আপডেট

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleকলকাতায় সরকারি জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 35 হাজার টাকা
Next articleইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here