মাধ্যমিক পাশে জেলা আদালতে গ্রুপ-সি চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

madhyamik pass District Court Group-C 2023

আলিপুরদুয়ার জেলার ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 01

নোটিশ প্রকাশের তারিখ- 17.10.2023

যে পদে নিয়োগ করা হবে

1. ইংলিশ স্টেনোগ্রাফার / English Stenographer

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং টাইপিং এই দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

2. বেঞ্চ ক্লার্ক (পেশকার) / Bench Clerk (Peshkar)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

3. পিওন / Peon

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

তিনটি পদের জন্য সর্বোচ্চ 62 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

শেষ প্রাপ্ত বেতন থেকে পেনশন বাদ দিয়ে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 2 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।

সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

The Ld. District Judge, Alipurduar, Pin-736122.

আবেদনের সময়সীমা

18/12/2023 তারিখের বিকেল 4.30 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 17710 শূন্যপদে কেন্দ্রীয় শ্রম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

👉 কল্যাণী AIIMS এ চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 তাপবিদ্যুৎ কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, 10 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleWB Primary Teacher Recruitment: ৫৮ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে হবে! হাইকোর্টের নির্দেশ, বিস্তারিত আপডেট দেখুন
Next articleভারতীয় রেলওয়ে গ্রুপ-সি, গ্রুপ-ডি চাকরি, 19 হাজার 900 টাকা মাসিক বেতন | Indian Railway Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here