মাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি! গ্রুপ-C, গ্রুপ-D নিয়োগ | Madhyamik Pass Group C Group D Recruitment

Madhyamik Pass Group C Group D Recruitment in Army

কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ চলছে। মাধ্যমিক পাশ যোগ্যতাতে MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ সহ অন্যান্য গ্রুপ-C এবং গ্রুপ-D পদে এই নিয়োগ করা হবে। এখানে ভারতের যে কোনো স্থানের অধিবাসীরা আবেদন করতে পারেন। শূন্যপদের সংখ্যাও শতাধিক। আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

যে পদে নিয়োগ হবে

(1) সাফাইওয়ালা (MTS Safaiwala-28)

(2) মেসেঞ্জার (MTS Massenger-3)

(3) মেস ওয়েটার (Mess Waiter-22)

(4) বার্বার (Barber-9)

(5) ওয়াশারম্যান (Washer Man-11) 

(6) মাসালচি (Masalchi-11)

(7) কুকস (Cooks-51)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে মোট ১৩৫ টি পদে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

ভারতের বিভিন্ন রাজ্যের আর্মি ক্যাম্পে নিয়োগ করা হবে। এর মধ্যে আসাম, আন্দামান নিকোবর, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মণিপুর রয়েছে।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য, প্রার্থীদের:

(1) ভারতের নাগরিক হতে হবে।

(2) ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে।

(3) যে পদের জন্য আবেদন করছেন, সেই কাজের ট্রেডে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে SC, ST, OBC রা সরকারি নিয়মের হিসেবে বয়সের ছাড় পাবে।

বেতনক্রম

  • কুক পদের জন্য বেতন হবে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
  • অন্যান্য সমস্ত পদের বেতন হবে ১৮,০০০/ থেকে ৫৬,৯০০ টাকা।

আরো পড়ুন: মাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষায় আরো কড়া নিয়ম করল পর্ষদ

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ট্রেড টেস্টের মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

১. এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য https://joinindianarmy.nic.in/Authentication.aspx এই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবপেজটি ভিজিট করতে হবে।

২. এবার নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।

৩. বিজ্ঞপ্তিতে আবেদনপত্র আবেদনপত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে বের করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য বিজ্ঞপ্তি তথা আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। 

৪. আবেদনপত্রটি  সঠিকভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে Application For The Post Of ____ (পদের নাম)।

আবেদনের শেষ তারিখ

03.03.2023 এর মধ্যে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন Form পাঠাবার ঠিকানা

Group Of Commandar, HQ 22 Movement Control Group, Pin-900328, C/o 99 APO. এই ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো চাকরির আপডেট 👇👇

💡 কেন্দ্রীয় ব্রডকাস্টিং সংস্থায় গ্রুপ-সি লেভেলের চাকরি

💡 চাকরি পেয়েও স্ত্রীর কথায় IPS ছেড়েছেন দীপক, কিন্তু কেন? 

💡 পশ্চিমবঙ্গে পুলিশে প্রমোশনের মাধ্যমে চাকরি