রাজ্যের পৌরসভার তরফ থেকে ইতিমধ্যেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাশে HHW পদে কর্মী নিয়োগ করা হবে।
এই নিয়োগের ক্ষেত্রে ভালো একটি বিষয় হলো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
আজকের প্রতিবেদনে এই চাকরির আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Madhyamik Pass HHW Recruitment
নোটিশ নম্বরঃ SDM/0757/XXIV
নোটিশ প্রকাশের তারিখঃ 03.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
Honorary Health Worker- HHW
বেতনঃ
এই পদের জন্য প্রতিমাসে 4500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনপ্রার্থীকে মহিলা হতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমাঃ
আবেদনপ্রার্থীর বয়স 30 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
13 টি।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে না।
আবেদন পদ্ধতিঃ
- এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিসের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Notice Board of Municipality on the 2 nd Floor, South Dum Dum Municipality, Nagar Bazar, Dum Dum Road, Kolkata – 700074.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.08.2022 |
আবেদন শুরু | 03.08.2022 |
আবেদন শেষ | 25.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-