ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, অর্থাৎ ICMR এ মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে বহু কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- ICMR-NIRT/Tech.Recruit/01/2023
নোটিশ তারিখ- 26.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant
মোট শূন্যপদ- এটি একটি গ্রুপ বি পোস্ট। এখানে মোট 60 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা- Microbiology/ Biotechnology/ Medical Lab Technology / Medical Pharmacology / Clinical Pharmacology/ Bioinformatics / Biotechnology/ Statistics / Applied
Statistics / Biostatistics/ Computer Science / Information Technology/ Electrical / Mechanical/Automobile/ Psychology / Veterinary Sciences নিয়ে ফার্স্ট ক্লাস সহ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- এই পদের জন্য প্রার্থীরা 35400–112400 টাকা বেতন হিসেবে পাবেন।
2. ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট / Laboratory Attendant– 1
শূন্যপদ- এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে মোট 13 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের সাথে কোনো ল্যাবরেটরিতে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মাধ্যমিক সহ প্লাম্বিংয়ের ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- এই পদের জন্য প্রার্থীরা 18000 –56900 টাকা বেতন হিসেবে পাবেন।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের অনলাইন কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ICMR এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এরপরে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। নথি, ছবি, স্বাক্ষর আপলোড করে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে ফর্মটি।
আবেদন মূল্য
পুরুষ জেনারেল, EWS এবং ওবিসি প্রার্থীদের জন্য 300 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।
আবেদনের সময়সীমা
অনলাইন আবেদনের শেষ দিন – 08/11/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
👉 রাজ্যে নতুন ১২ হাজার পুলিশ নিয়োগ, এর মধ্যে ১ হাজার স্পেশাল নিয়োগ
👉 SSB তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ভারত ইলেকট্রনিক্স সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি