AAI Cargo Logistics and Allied Services Company Limited এর তরফে শতাধিক শূন্যপদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট শতাধিক শূন্যপদ রয়েছে। কেবলমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং- AAICLAS/HR/CHQ/Rect./TR/2023
নোটিশ প্রকাশের তারিখ- 27.07.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
ট্রলি রিট্রাইভার (Trolley Retriever) পদে এই এয়ারপোর্টের নিয়োগটি করা হবে।
শূন্যপদ
এখানে মোট 105 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে প্রার্থীদের নূন্যতম উচ্চতা হতে হবে 167 cm এবং নূন্যতম ওজন 55 kg। শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
বয়সসীমা
18 থেকে 27 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীদের 21,300 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ফিজিক্যাল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
নিয়োগ স্থান
নির্বাচিত প্রার্থীদের চেন্নাই এয়ারপোর্টে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমবারের জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইমেল, পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে লগ ইন করতে হবে।
লগ ইন করার পর আবেদন করার মেন পেজ খুলবে, সেখানে দরকারি সমস্ত তথ্য ফিল আপ করে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বি: দ্র: আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হলো। ওই লিংকে ক্লিক করেই আপনি সহজেই আবেদন করে নিতে পারবেন।
আবেদন মূল্য
জেনারেল, OBC, EWS পুরুষ প্রার্থীদের 250 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। মহিলা, SC, ST, PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের তারিখ
31 অগাস্ট, 2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার লিংক: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে ভূমি দপ্তরে চাকরি
- STPI তে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি
- NIA তে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
- WBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
- 600 এর বেশি শূন্যপদে মেট্রো রেলে চাকরি