মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন | Indian Coast Guard Recruitment 2023

Madhyamik Pass Indian Coast Guard Recruitment 2023

ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে দেশব্যাপী বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের পদগুলিতে মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা। কেবলমাত্র পুরুষরাই এখানে আবেদন যোগ্য। সমস্ত পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- CGEPT- 01/2024

যে পদে নিয়োগ করা হবে

1. নাবিক / Navik (General Duty)

শূন্যপদ- এখানে 260 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। এর জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- 22 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 মে 2002 থেকে 30 এপ্রিল 2006 তারিখের মধ্যে।

2. নাবিক / Navik (Domestic Branch)

শূন্যপদ- এখানে 30 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্স নিয়ে পাশ করে থাকতে হবে। কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- 22 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 মে 2002 থেকে 30 এপ্রিল 2006 তারিখের মধ্যে।

3. যান্ত্রিক / Yantrik

শূন্যপদ- এখানে 60 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশের সাথে Electrical/Mechanical/Electronics/Telecommunication এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- 22 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 মে 2002 থেকে 30 এপ্রিল 2006 তারিখের মধ্যে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য https://joinindiancoastguard.cdac.in এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

GEN, OBC, EWS প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু 08/09/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 22/09/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে আয়ুশ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যে মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে নিয়োগ শুরু

👉 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে রেল বিকাশ নিগমে চাকরির বিজ্ঞপ্তি

👉 সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি

Previous articleএই সমস্ত প্রাইমারি শিক্ষকদের চাকরির বাতিলের ভয় নেই, সরকার নিল বড় পদক্ষেপ
Next article425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে চাকরি, মাসিক বেতন 27 হাজার 500 টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here