মাধ্যমিক পাশে মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Madhyamik Pass Ministry Defense Group-C and Group-D Recruitment 2023

গ্রুপ-C এবং গ্রুপ-D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সেনার ওয়েস্টার্ন হেডকোয়ার্টারে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং-  1152/2/CRA

যে পদে নিয়োগ করা হবে

1. কুক / Cook

শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

2. মজদুর / Mazdur

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

3. চৌকিদার / Chowkidar

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

4. মেসেঞ্জার / Messenger

শূন্যপদ- 15 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

5. LDC

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

6. ফায়ারম্যান / Fireman

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

7. গার্ডেনার / Gardener

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

8. সাফাইওয়ালা / Safaiwala

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

9. স্টেনো গ্রেড / Steno Grade-II

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 4 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

10. CSBO Grade-II

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে প্রাইভেট বোর্ড এক্সচেঞ্জের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 3 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদনকারীর নথিপত্র

প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Central Recruiting Agency, HQ, PH & HP (I), Sub Area, Ambala Cantt., Distt.-Ambala, State- Haryana, PIN-13301

আবেদনের সময়সীমা

30/09/2023 এখানে আবেদন পাঠাবার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা

👉 পাশের রাজ্যে ১ লাখ নতুন শিক্ষক নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট আপডেট

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ফুড SI নিয়ে বিরাট জয় রাজ্যের, ৩০২৪ জন চাকরিপ্রার্থীর স্বস্তি মিলল

Previous articleমাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা
Next articleকলকাতায় সরকারি জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 35 হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here