যে সমস্ত চাকরির প্রার্থীরা রেশন সামগ্রি প্রদানের ডিলারশিপ (Ration Dealer) নিয়ে ভবিষ্যৎ গড়তে এতদিন অপেক্ষা করেছিলেন অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটলো। সম্প্রতি রাজ্যে মাধ্যমিক পাশে রেশন ডিলার নিয়োগের (West Bengal Ration Dealer Recruitment) বিজ্ঞপ্তি জারি হয়েছে।
রাজ্যে রেশন ডিলার পদে আবেদন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করতে পারবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
West Bengal Ration Dealer Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ রেশন ডিলার (Ration Dealer)
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে তাহলে আবেদন করা যাবে।
বয়সসীমাঃ
এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST শ্রেণীর প্রার্থীদের জন্য 5 বছরের OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 30 টি।
নিয়োগ স্থানঃ
পূর্ব মেদিনীপুর জেলা, মালদা জেলা ও উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বিভিন্ন মহাকুমা বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতিঃ
রেশন ডিলার পদের জন্য প্রার্থীরা অনলাইন এবং অফলাইন উভয় ভাবে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে হলে আবেদন প্রার্থীকে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আবেদনপত্রটিপূরণ করে, তার সাথে উল্লেখিত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
অফলাইনের ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদন কি বাবদ 1000 টাকা প্রমাণসহ একটি Form C বয়ানে সমস্ত তথ্য দিয়ে এবং উল্লেখিত নথিপত্রগুলি যুক্ত করে সেটি একটি মুখবন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট এর মাধ্যমে সংশ্লিষ্ট মহাকুমার নিকটবর্তী স্থানে জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- মাধ্যমিকের এডমিট কার্ড ও সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- বসবাসের সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 27.07.2022 |
আবেদন শুরু | 27.07.2022 |
আবেদন শেষ | 17.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-