মাধ্যমিক পাশ যোগ্যতায় রেলে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে। রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার গৌড়দহ রেলে হল্ট টিকিট বিক্রির জন্য কর্মী নিয়োগ করা হবে। এখানে বিক্রি করা টিকিটের উপর কমিশন থাকবে। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- CW/388/Halt/Gaurdaha(GQD)
নোটিশ প্রকাশ- 15/09/2023
যে পদে নিয়োগ হবে
হল্ট কন্ট্রাক্টর / Halt Contractor
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি, ইংলিশ পড়তে জানতে হবে প্রার্থীকে। সাথে, দক্ষিণ 24 পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সক্রম
এই পদে আবেদন করার জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
বেতন
এখানে বিক্রি হওয়া টিকিটের উপর কমিশন ভিত্তিক বেতন দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
The Divisional Railway Manager (Commercial), Room No. 44, Eastern Railway, Sealdah, Pin-700014
আবেদনের সময়সীমা
19/10/2023 তারিখের 14.00 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 প্রাইমারি টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়! তাহলে প্রতি বছর কেন হবে টেট? জানালেন পর্ষদ সভাপতি
👉 WBPSC এর তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, আজ থেকে আবেদন শুরু হচ্ছে
👉 NABARD এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 44 হাজার 500 টাকা
👉 রাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC