অক্টোবর নভেম্বর মাস পুজোর মরশুম। এরই মাঝে সুখবর শোনাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সম্ভবত আগামী নভেম্বর মাসে নেওয়া হতে চলেছে SLST পরীক্ষা। দীর্ঘ সময় পরে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।
SLST পরীক্ষার মাধ্যমে রাজ্যের নবম-দ্বাদশ শ্রেণীর স্কুল শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। তবে নবম দশমের নিয়োগ প্রক্রিয়া বহু দিন ধরেই স্থগিত রয়েছে। পাশাপাশি, নতুন করে পরীক্ষা না হওয়ার ফলেও SLST চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ। এই নিয়ে অনেক দিন থেকেই চলছে আন্দোলন এবং ধর্ণা। তবে পরিস্থিতি বদলাতে এবার সচেষ্ট হয়ে পড়েছে কমিশন। নতুন করে নিয়োগ পরিকল্পনার ভাবনা চিন্তা করা হয়েছে।
সূত্র মারফত পাওয়া খবর বলছে, রাজ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তবে কমিশনের তরফে ভাবনা চিন্তা চলছে নিয়োগ পরীক্ষার পদ্ধতি, নম্বর বিভাজন, সিলেবাস-সহ ইত্যাদি বিষয়ে পরিবর্তন আনার।
কমিশনের সিদ্ধান্ত গৃহীত হলে রাজ্যপাল সেই নির্দেশে সই করলে, নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশটি প্রকাশ করা হবে। এই বছর সম্ভবত, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও বি.এড কোর্সের জন্য যে শিক্ষাগত যোগ্যতার নম্বর বিভাজন অর্থাৎ অ্যাকাডেমিক স্কোর রাখা হত,কিন্তু তা তুলে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহে মন্ত্রীসভার বৈঠকে যদি নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়, সেক্ষেত্রে পুজোর আগেই গেজেটেড বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এক্ষেত্রে নভেম্বর মাসেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষার আয়োজন করতে পারে কমিশন।
লিখিত পরীক্ষার দুটি ধাপ থাকবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মেন পরীক্ষায় বসতে দেওয়া হবে। দুটি পরীক্ষার ক্ষেত্রেই এমসিকিউ (MCQ) ধরণের প্রশ্ন থাকবে। সবশেষে নেওয়া হবে ইন্টারভিউ রাউন্ড। তিন ধাপ মিলিয়ে অবশেষে প্রকাশিত হবে মেধাতালিকা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 BEML এ গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 23 হাজার 910 টাকা
👉 এবার থেকে আর নয় বছর বছর পরীক্ষা! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ