1/6: সিভিক ভলেন্টিয়ারদের আমরা মূলত সিভিল পুলিশ বলে থাকি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে অস্থায়ী সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) নিয়োগ করা শুরু করে। এই সিভিকদের কাজ হলো মূলত বিভিন্ন উৎসব, ভোট, ট্রাফিক ইত্যাদি সামলানো। এবার এই সিভিকদের নিয়ে বড়ো ঘোষণা করেছে তৃণমূল সরকার।
2/6: ২৭ ফেব্রুয়ারি, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের 15 টি দফতরকে নিয়ে একটি রিভিউ মিটিং (Review Meeting) ছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে কনস্টেবল পদে উন্নীত করা যায়? তা নিয়ে নীতি তৈরি করবে স্বরাষ্ট্র দফতর।
3/6: বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যাঁরা ভালো কাজ করবে তাঁদের কনস্টেবল পদে প্রোমোশন দেওয়া হতে পারে। এর জন্য প্রয়োজনীয় নীতি তৈরি করবে স্বরাষ্ট্র দফতর।
4/6: সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন থানা থেকে সিভিক ভলেন্টিয়ারদের কাজের তথ্য প্রথমে পাঠান হবে জেলার পুলিশ সুপারদের কাছে। এসপি সেই তালিকা পাঠাবেন নবান্নে। নবান্নে এই তালিকার ভিত্তিতে বাছাই করে কাদের এই পদে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র দফতর।
5/6: এতদিন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে উন্নীত করা নিয়ে নির্দিষ্ট কোনও পলিসি ছিল না রাজ্য সরকারের। সিভিক পোস্টটি অস্থায়ী চুক্তিভিত্তিক পোস্ট ছিল। এবার সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করা হতে তা স্থায়ী পদে পরিণত হবে। কিন্তু এভাবে কনস্টেবল নিয়োগ হলে, যারা পুলিশে চাকরি পাবার জন্য পড়াশোনা করছেন, তাদের ভবিষ্যত কী হবে তা একপ্রকার অনিশ্চিত হয়ে উঠল।
6/6: প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে সরকারি চাকরির সুযোগ একপ্রকার নেই বললেই চলে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বহুদিন থেকে স্থগিত রয়েছে, নতুন নিয়োগ কবে হবে তারও কোনও নিশ্চয়তা নেই। এবার সরকারের এমন সিদ্ধান্তে পুলিশের চাকরির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ল।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
এগুলিও পড়ুন 👇👇
💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? আপনার জেলায় কয়টি-দেখুন
💡 WBCS ২০২৩ এর আবেদন শুরু হলো (Apply Now)
💡 মাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষায় আরো কড়া নিয়ম করল পর্ষদ