Mineral Exploration & Consultancy Limited (MECL) এ অনেক ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কর্মীদের নাগপুর কর্পোরেট অফিস এবং প্রজেক্ট সাইট অফিসে পোস্টিং দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের লোন, ভাতা সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 01/Rectt./2023
নোটিশ প্রকাশের তারিখ- 12.08.2023
যে পদে নিয়োগ করা হবে
1. ডেপুটি জেনারেল ম্যানেজার / Deputy General Manager
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(2) ম্যানেজার / Manager
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(3) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার /Assistant Manager
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
(4) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার / Electrical Engineer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(5) জিওলজিস্ট / Geologist
শূন্যপদ- এখানে 14 টি শূন্যপদ রয়েছে।
(6) জিওফিজিসিস্ট / Geophysicis
শূন্যপদ- এখানে 5 টি শূন্যপদ রয়েছে।
(7) কেমিস্ট / Chemist
শূন্যপদ- এখানে 5 টি শূন্যপদ রয়েছে।
(8) প্রকিউরমেন্ট অ্যান্ড কনট্র্যাক্ট অফিসার / Procurement & Contract Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(9) অ্যাকাউন্টস অফিসার / Accounts Officer
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
(10) প্রোগ্রামার / Programmer
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(11) H.R. Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে মোট 11 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 40000 টাকা থেকে সর্বোচ্চ 90,0000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য ‘https://www.mecl.co.in/Careers.aspx’ এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন মূল্য
GEN, OBC, EWS প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু তারিখ- 14.08.2023
- আবেদনের শেষ তারিখ- 13.09.2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
👉 NUJS এ গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরির বিজ্ঞপ্তি
👉 দীর্ঘ ৭ বছর পর SSC শিক্ষক নিয়োগের আপডেট! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি
👉 HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা
👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি