রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধাতালিকা বাতিল! স্যাটের বিরুদ্ধে রায় হাইকোর্টের

merit-list-of-police-constable-appointment-canceled-in-the-state-high-courts-verdict-against-sat

হাইকোর্টের রায়ে এবার রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মামলায় বড়ো রদবদল। পুলিশ কনস্টেবল নিয়োগের মামলায় স্যাটের বিরুদ্ধে দিল কলকাতা হাইকোর্ট। গত বুধবার, কনস্টেবল নিয়োগের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। ঐদিনই স্যাটের রায় খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ

এই রায়ের ফলে গত বছর অর্থাৎ 2022 সালের 24 ফেব্রুয়ারির প্যানেলটি বাতিল হয়ে গেল। এর বদলে প্রধান বিচারপতি 26 মার্চ 2021 সালের প্যানেলটিকে বৈধ বলে ঘোষণা করলেন। কোর্টের এই নির্দেশের ফলে অনিশ্চিত হয়ে পড়ল 137 জন পুলিশ কনস্টেবলের ভবিষ্যত। যদিও ওই 137 জনকে যাতে অন্য কোনো শূন্যপদে নিয়োগ করা হয় তার নির্দেশও দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

ঘটনার সূত্রপাত 2019 সালের পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। এই নিয়োগের মেধাতালিকায় অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কয়েকজন পরীক্ষার্থী। বিচারপতি যদিও রাজ্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে গুরুত্ব দেন নি, তবে স্যাটের রায়কে খারিজ করে দেন।

নিয়োগের ক্ষেত্রে তৈরি হওয়া জেনারেল প্রার্থীদের তালিকা সংরক্ষিত প্রার্থীদের মেধাতালিকা নিয়ে আপত্তি ওঠার ফলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে কিছু পরীক্ষার্থী মামলা করেন ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে। এদের বক্তব্য ছিল, যেসব সংরক্ষিত প্রার্থীরা, জেনারেল প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছেন, তাদের কোনও সংরক্ষণের সুবিধা ছাড়াই জেনারেল হিসেবে চাকরি দিতে হবে।

পরবর্তীতে এই আইনের বিরোধিতা করে বেশ কিছু জেনারেল পরীক্ষার্থী স্যাটে মামলা দায়ের করেন। এর পরে, স্যাটের রায়ের প্রেক্ষিতে সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের নাম সাধারণ তালিকা থেকে সংরক্ষিত তালিকায় নথিভুক্ত করা হয়।

এই প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে মামলা করেন সংরক্ষিত তালিকায় নিচের দিকে থাকা পরীক্ষার্থীরা। কম নম্বর পাওয়া সংরক্ষিত প্রার্থীদের দাবি, সাধারণের তালিকা থেকে সংরক্ষিতদের সরিয়ে দেওয়ার ফলে কম নম্বর পাওয়া সংরক্ষিত প্রার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বুধবার অবশ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সংরক্ষিত প্রার্থীদের পক্ষেই রায় দেন। এর ফলে সংরক্ষিত তালিকায় বেশি নম্বর পাওয়া প্রার্থীদের জেনারেল প্রার্থী হিসেবেই চাকরি দিতে হবে। এই রায়ের জন্য 137 জন জেনারেল প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। যদিও বিচারপতি বলেছেন, ওই 137 জন জেনারেল প্রার্থীদের অন্যত্র চাকরির ব্যবস্থা করে দিতে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের জেলা শাসকের অফিসে চাকরির বিজ্ঞপ্তি, শীঘ্রই আবেদন করুন

👉 SAI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

👉 ভারত সরকারের বাণিজ্য বিভাগে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্য সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি

👉 AIIMS এ গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

Previous articleমাধ্যমিক পাশে কোচিন শিপয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষণ! ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
Next articleBECIL এ ইনোভেশন ফেলো সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here