600 এর বেশি শূন্যপদে মেট্রো রেলে চাকরি! পদের নাম, বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন

Metro Railway Recruitment 2023

ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ) এ 600 এর বেশি পদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক যোগ্যতাতেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের নিয়মিত কর্মচারীরা এখানে আবেদন করতে পারবেন। অ্যাসিস্টেন্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হবে এখানে। আরও বিশদে জানতে এই বিজ্ঞপ্তিটি পড়ুন।

নোটিশ নম্বর- RRC/ER/GDCE/01/2023

নোটিশ প্রকাশের তারিখ- 25/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

1) GROUP-I (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-I (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে, তা হল- টেকনিশিয়ান III Tele – 2 টি, Signal – 17 টি, EMU – 20 টি, Elect/Train Lighting -5 টি, Elect/Power – 3 টি, General/ Elect – 1 টি, Fitter – 8 টি, Dsl. -7 টি, Dsl./Elect – 4 টি, III/Fitter/ Loco – 1 টি এবং Assistant Loco Pilot – 390 টি শূন্যপদ রয়েছে।

শূন্যপদ- এখানে মোট 477 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে প্রার্থীদের।

বেতনক্রম- এখানে প্রার্থীদের পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

2) GROUP-I (Metro) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-I (Metro) তে যেসব পদে নিয়োগ হবে, তা হল- টেকনিশিয়ান-III Tele – 4 টি, Signal – 8 টি শূন্যপদ রয়েছে।

শূন্যপদ- এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে প্রার্থীদের।

বেতনক্রম- এখানে প্রার্থীদের পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

3) GROUP-II (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-II (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে তা হল- জুনিয়র ইঞ্জিনিয়ার Tele – 5 টি, Signal – 6 টি, Permanent Way – 18 টি, Works – 18 টি, Bridge – 6 টি, Elect/ TRS – 13 টি, EMU – 8 টি, TRD – 10 টি, General Service – 8 টি, /Carriage & Wagon – 2 টি, Loco – 6 টি, Diesel Mechanical – 10 টি, Diesel Electrical – 7 টি শূন্যপদ রয়েছে।

শূন্যপদ- এখানে মোট 117 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

বেতনক্রম- এখানে প্রার্থীদের পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।

4) GROUP-III (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-III (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে, তা হল- ট্রেন ম্যানেজার / Train Manager

শূন্যপদ- এখানে মোট 83 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

বেতনক্রম- এখানে প্রার্থীদের পে লেভেল 5 অনুসারে বেতন দেওয়া হবে।

বয়সসীমা- উপরের সমস্ত পোস্টের জন্যই সর্বোচ্চ 42 বছর বয়স ধার্য্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য RRC-ER website এ গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের তারিখ

30 অগাস্ট, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleNIELIT তে গ্রুপ-C পদে চাকরি, 22 আগস্ট অবধি আবেদেন চলবে
Next articleরাজ্যে পৌরসভায় গ্রুপ-সি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, মাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here