অফিস সুপারিনটেনডেন্ট পদে চাকরি, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ে নিয়োগ

Kolkata ISI Research Associates Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Ministry of Civil Aviation এ 10 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবলমাত্র ডেপুটেশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নম্বর – 01/2023

নোটিশ প্রকাশের তারিখ – 31.03.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

1. পদের নাম- অফিস সুপারিনটেনডেন্ট / Office Superintendent

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে। এটি একটি গ্রুপ বি, নন গেজেটেড পোস্ট।

যোগ্যতা – বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।

বয়সসীমা – বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। তবে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। 

বেতনক্রম – লেভেল 6 অনুসারে এখানে প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা – 2 বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান – এখানে প্রার্থীকে মুম্বাই সার্কেলে নিয়োগ করা হবে।

2. পদের নাম- সিনিয়র ইন্সপেক্টর / Senior Inspector

শূন্যপদ – এখানে 9 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – রেলওয়ে বা মেট্রোতে কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। তবে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। 

বেতনক্রম – লেভেল 7 অনুসারে এখানে প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা – 2 বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান – এখানে প্রার্থীকে মুম্বাই, দিল্লি, কলকাতা সার্কেলে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

ডেপুটেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নং পাতায় আবেদন পত্রটি রয়েছে। আবেদন পত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় নথি এবং ডিমান্ড ড্রাফটের একটি চেক খামে ভরে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা

RS Section, CAMP Office of CCRS, Ministry of Civil Aviation, Room No-39A, B Block, Rajiv Gandhi Bhawan, Sri Aurobindo Marg, New Delhi-110003.

আবেদন মূল্য

এখানে 500 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে প্রার্থীদের। SC, ST, Ex Servicemen দের আবেদনমূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

আবেদন জানাবার শেষ তারিখ 31/05/2023।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleকলকাতা ISI ইন্সটিটিউটে চাকরি, 47 হাজার টাকা বেতনে অ্যাসোসিয়েট নিয়োগ
Next articleMamata Banerjee: রাজ্যে ১ লাখ ২৫ হাজার নতুন শূন্যপদে নিয়োগের ঘোষনা, কোথায় কত শূন্যপদ দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here