কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চাকরি, 30 হাজার টাকা মাসিক স্যালারি

Ministry Of Defence monthly 30 thousand salary job

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অন্তর্গত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ট্রেনিং ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। প্রচুর সংখ্যক শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে চাকরির জন্য সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে ও মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।

এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত, মোট শূন্য পদের সংখ্যা কত, বেতন কত দেওয়া হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিয়েই আজকের প্রতিবেদন। আপনি এখানে আবেদন করতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।

Ministry of Defence Recruitment 

Ministry Of Defence monthly 30 thousand salary job

অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরঃ BEL/HYD/2022-23/03

নোটিশ প্রকাশের তারিখঃ 30.09.2022 

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer)

বেতনঃ এই পদের জন্য মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে B.E/B.Tech/B.Sc ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ 30.9.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় পাওয়া যাবে।

মোট শূন্যপদঃ 88 টি।

(2) পদের নামঃ প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Trainee Engineer)

বেতনঃ এই পদের জন্য মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে B.E/B.Tech/B.Sc ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ 30.9.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় পাওয়া যাবে।

মোট শূন্যপদঃ 32 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

  • মেকানিক্যাল।
  • ইলেকট্রনিক্স।
  • কম্পিউটার সায়েন্স।
  • ইলেকট্রিক্যাল।
  • সিভিল।
নিয়োগ পদ্ধতিঃ

এখানে প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ

এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এরপরে লগইন করলে আবেদন পত্রটি সামনে চলে আসবে এবং সেটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 30.09.2022 
আবেদন শুরু 30.09.2022 
আবেদন শেষ 14.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 দুর্গাপুর এন.আই.টি-তে চাকরি

🎯 রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে চাকরি

🎯 SSC গ্রুপ-B নিয়োগ 2022