গ্রুপ সি এবং ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সেনার Gorkha Training Centre Varanasi কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1083/MISC/A4
যে পদে নিয়োগ করা হবে
1. লোয়ার ডিভিশন ক্লার্ক / LDC
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ইংরেজিতে 35 wpm স্পিড থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
2. স্টেনো গ্রেড / Steno Grade-II
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 4 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
3. মেসেঞ্জার / Messenger
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
4. ড্রাফ্টারি / Draftari
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
5. সাফাইওয়ালা / Safaiwala
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
6. কুক / Cook
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন পাঠাবার ঠিকানা
Presiding Officer, Civilian Direct Recruitment, Application Scrutiny Board, 39 Gorkha Training Centre Varanasi Cantt, District – Varanasi State – Uttar Pradesh, PIN –221002
আবেদন মূল্য
কেবলমাত্র জেনারেল প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 50 টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
26/10/2023 এখানে আবেদন পাঠাবার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 9000 শূন্যপদে রেলে নতুন RPF কনস্টেবল নিয়োগ | Railway RPF Constable Recruitment 2023
👉 WBPSC এর মাধ্যমে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ২৭ হাজার টাকা মাসিক বেতন
👉 রাজ্যের কলেজগুলিতে বাধ্যতামূলক হতে চলেছে ইন্টার্নশিপ! চাকরিমুখী করতে এই সিদ্ধান্ত