ভারতের অর্থ দপ্তরে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হল। অনলাইনের মাধ্যমে Ministry of Finance Recruitment এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
ভারতের ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন্স (IER) ডিভিশন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি। সব থেকে ভালো বিষয় হচ্ছে, এটি কেন্দ্র সরকারের চাকরি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করতে পারা যাবে।
যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার জন্য এই নিয়োগের আবেদন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিষয় নিচে জানানো হচ্ছে।
Ministry of Finance Recruitment 2022
পদের নামঃ ইয়ং প্রফেশনাল- এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস (Young Professional- Executive Assistants)
বেতনঃ প্রতি মাসে 40,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স অবশ্যই 35 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ইকোনমিক্স/ ফাইন্যান্স/ ম্যানেজমেন্ট/ কমার্স- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সেইসাথে সেক্রেটারিয়াল সার্ভিস অথবা প্র্যাকটিস এবং অন্যান্য সম্পর্কিত ফিল্ডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ 10 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
একটি নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে। আবেদন করার লিঙ্কের উপর ক্লিক করলেই আবেদন করার জন্য পেজ ওপেন হবে।
প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করে আবেদনকারীকে তার তথ্য পূরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ তারিখঃ 04.06.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ-C এবং গ্রুপ-D বিভিন্ন পদে চাকরি
- অনেকগুলি পদে কল্যাণী AIIMS-এ গ্রুপ-B চাকরি
- WBP কনস্টেবল মেন 2022 প্রশ্নপত্র ডাউনলোড