নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) অর্থাৎ NCB তে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের গৃহ মন্ত্রনালয় (Ministry of Home Affairs)-এর অধীনে দেশের সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে। নিয়োগ সম্পর্কে বিশদভাবে আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে।
নোটিশ নং – 698
নোটিশ প্রকাশ – 05.04.2023
যে পদে নিয়োগ হবে
ইনটেলিজেন্স অফিসার / Intelligence Officer
শূন্যপদ
এখানে মোট 49 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং নূন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইনটেলিজেন্স এবং রেগুলেটরি ল-তে।
বয়সসীমা
56 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতনক্রম
এখানে প্রার্থীদের 7th CPC এর পে লেভেল 7 দ্বারা 9300 থেকে 34800 টাকা অবধি বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ডেপুটেশনের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান
দেশের যে কোনো স্থানে নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে। এর জন্য narcoticsindia.nic.in লিঙ্কটি থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 5 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
Deputy Director General (HQ), Narcotics Control Bureau, West Block No-1, Wing No-5, R.K.Puram, New Delhi-110066.
আবেদনের সময়সীমা
এখানে আবেদন পাঠাবার শেষ দিন 04/06/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রুপশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ
- রাজ্যের লাইব্রেরি ফাউন্ডেশনে গ্রুপ-সি MTS নিয়োগ
- জেলা ম্যাজিস্ট্রেটে গ্রুপ-C, গ্রুপ-D চাকরি