কেন্দ্রীয় জল শক্তি দপ্তর (Ministry of Jal Shakti) থেকে শুন্যপদে চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের পানীয় জল ও স্যানিটেশন বিভাগের তরফে Ministry of Drinking Water and Sanitation-এ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। পদের বিবরণ, আবেদনের সময়সীমা, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
যে পদে নিয়োগ হবে
ডিরেক্টর অ্যান্ড হেড অফ ইন্সটিটিউট (Director & Head of Institute)
মোট শূন্যপদের সংখ্যা
মোট ১ টি শূন্যপদ আছে এখানে।
আবেদনের জন্য যোগ্যতা
১. আবেদনকারী প্রার্থীর B.Tech (Civil বা Chemical) সহ M.Tech (Environmental Engineering) বা M.Sc (Chemistry বা Environmental Science) এর সাথে Ph.D Chemistry বা Environmental Science) ডিগ্রী থাকতে হবে দেশের বা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
২. বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
৩. GIS, RS এবং HGM maps নিয়ে কাজর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সংশ্লিষ্ট ক্ষেত্রে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স ৫৮ বছরের কম হতে হবে।
বেতনক্রম
এখানে পে লেভেল ১৪ অনুযায়ী ১,৪৪,২০০ – ২,১৮,২০০ (সাথে গ্রেড পে ১০,০০০/-) টাকা মিলবে।
আবেদনের সময়সীমা
20.03.2023 তারিখের মধ্যে আবেদনকারীকে আবেদন পাঠিয়ে ফেলতে হবে।
আবেদন মূল্য (Fee)
এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য রাখা হয় নি।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের ধাপগুলি পালন করলেই সহজেই আবেদন করতে পারবেন।
১. https://jalshakti-ddws.gov.in/ লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করতে হবে।
২. প্রিন্ট করা ফর্মটি যথাযথ ভাবে ভরে ফেলতে হবে যাবতীয় তথ্য দিয়ে।
৩. ফর্মটি ফিলাপ করার পরে সাথে জুড়ে দিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স।
৪. ডকুমেন্টসহ ফর্মটি একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানাতে, নির্দিষ্ট সময়ের মধ্যে।
আবেদন পাঠানোর ঠিকানা
Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.
পাশাপাশি ইমেলের মাধ্যমেও আবেদন করা যাবে। এক্ষেত্রে আবেদনপত্র এবং দরকারি ডকুমেন্টসগুলিকে একসাথে নিয়ে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। তারপর সেটি একটি ইমেলে পাঠিয়ে দিতে হবে। ইমেলটি হল- [email protected]/[email protected].
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরো চাকরির আপডেট 👇👇
💡 মিশন নির্মল বাংলা প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট এবং DEO পদে চাকরি
💡 WBCS ২০২৩ এর আবেদন শুরু হলো! Apply Now
💡 মাধ্যমিক পাশে গ্রুপ-C, গ্রুপ-D চাকরির বিজ্ঞপ্তি