ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া (National Highways Authority of India- NHAI) এর তরফে ভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। Ministry of Road Transport & Highways অর্থাৎ সড়ক পরিবহন দপ্তরের অধীনে এই নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। শূন্যপদ গুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
1. পদের নাম- জেনারেল ম্যানেজার / General Manager (Legal)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের যেসব যোগ্যতা লাগবে, তা হল –
- Law ডিগ্রি, এবং
- Pay Band-3 তে 14 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 56 বছরের নীচে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – Level-13 অনুসারে, 1,23,100 – 2,15,900 টাকা অবধি বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে গ্রেড পে মিলবে 8700 টাকা।
নিয়োগ পদ্ধতি – এখানে ডেপুটেশনের ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে।
2. পদের নাম- ডেপুটি জেনারেল ম্যানেজার / Deputy General Manager (Technical)
শূন্যপদ – এখানে মোট 41 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – প্রোমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে, তাই আলাদা করে কোনো যোগ্যতা এখানে চাওয়া হয় নি।
বয়সসীমা – প্রযোজ্য নয়।
বেতনক্রম – Level-12 অনুসারে, 78,800 – 2,09,200 টাকা অবধি বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে গ্রেড পে মিলবে হবে 7600 টাকা।
নিয়োগ পদ্ধতি – এখানে প্রোমোশনের ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nhai.gov.in ওয়েবসাইটটি খুলে নীচের ধাপগুলি সম্পন্ন করতে হবে।
About Us → Vacancies → Current →Online application। এবার আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করে দিতে হবে।
1 নং পদের জন্য অনলাইনে ফিলাপ করা ফর্মটির একটি কপি বের করে নিয়ে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
GM (HR & Admn)-IIC
National Highways Authority of India
Plot No.G5-&6, Sector-10,
Dwarka, New Delhi-110075.
আবেদনের সময়সীমা
1 নং পদের জন্য – 15/05/2023
2 নং পদের জন্য – 01/05/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- BEML লিমিটেডে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি
- অনেক আগেই এবারের গরমের ছুটি! কবে থেকে স্কুল-কলেজ ছুটি?
- ব্রডকাস্টিং লিমিটেডে গ্রুপ-সি বিভিন্ন পদে চাকরি
- রাজ্যের কল্যানী AIIMS-এ অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার নিয়োগ