পশ্চিমবঙ্গের West Bengal Minorities Development Finance Corporation (WBMDFC) এর তরফে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 4918 -MDC/Reco/Eng/RA-14
নোটিশ প্রকাশ- 14.11.2023
যে পদে নিয়োগ হবে
রিকভারি এজেন্ট / Recovery Agent
শূন্যপদ
এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে। নদিয়া জেলার করিমপুর এবং পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এবং পূর্বস্থলীতে নিয়োগ করা হবে প্রার্থীদের।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে –
(i) উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(ii) কম্পিউটারে নূন্যতম ‘ও’ লেভেলের দক্ষতা থাকতে হবে।
(iii) আবেদনকারী প্রার্থীকে মাইনরিটি কমিউনিটির সদস্য, যেমন – জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম হতে হবে।
(iv) প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
বেতনক্রম
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেতন সংক্রান্ত বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তি তে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 3 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।
এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।
পরীক্ষার দিন এবং সময়
28/11/2023 তারিখের, সকাল 11.00 টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে।
পরীক্ষাকেন্দ্রের ঠিকানা
West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector 1, Salt Lake, Kolkata-700064
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 8283 শূন্যপদে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ, 07 ডিসেম্বর অবধি আবেদন চলবে
👉 ফুড সেফটি অথোরিটিতে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 আয়কর দপ্তরে ডিরেক্টর সহ বিভিন্ন পদে চাকরি, 28 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 রাজ্যের ২৫৩ টি B.Ed কলেজ বাতিল, এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?