রাজ্যের অন্তর্গত একটি জেলার গভর্নমেন্ট মডেল স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ের জন্য গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকলের আবেদন করতে পারবে।
স্কুলে গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে এই চাকরির ক্ষেত্রে কত শূন্যপদে নিয়োগ হবে, যোগ্যতা কত লাগবে, বয়স কত লাগবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি তথ্য জানতে নিচের প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।
Model School Group D and Guest Teacher Recruitment in Birbhum
নোটিশ নম্বরঃ 2536/G
নোটিশ প্রকাশের তারিখঃ 01.12.2022
মডেল স্কুলে গ্রুপ-ডি এবং গেস্ট টিচার নিয়োগের বিস্তারিত তথ্য (Model School Group-D and Guest Teacher Recruitment)
(1) পদের নামঃ গেস্ট টিচার (Guest Teacher)
মোট শূন্যপদঃ 3 টি।
যে সমস্ত বিষয়ে নিয়োগ হবেঃ
- ভূগোল (Geography)- 2 টি।
- গণিত (Mathematics)- 1 টি।
(2) পদের নামঃ গ্রুপ-ডি (Group-D)
মোট শূন্যপদঃ 3 টি।
বেতন
দুটি পদের ক্ষেত্রেই সরকারী নিয়ম অনুযায়ী প্রতিমাসে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
উপরিউক্ত দুই পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসরপ্রাপ্ত হতে হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
বয়সসীমা
উপরিউক্ত দুই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি
উপরের দুই পদের জন্য আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11.30 টার সময় ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 21.12.2022
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Office Chamber S.D.O, Suri, Sadar (1st Floor of Prashasan Bhavan), Bhirbhum.
নিয়োগের স্থান
বীরভূম জেলার রাজনগর গভর্নমেন্ট মডেল স্কুলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদনকারীদের কোনোরকম আবেদন করতে হবে না। সমস্ত ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে। এর জন্য কি কি করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
- প্রথমে একটি সাদা কাগজে নির্দিষ্ট পদ অনুযায়ী নিজের নাম, ঠিকানা, বয়স সহ সমস্ত তথ্য ভালোভাবে লিখে বায়োডাটা তৈরি করতে হবে।
- এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স ও সেলফ আটেস্টেড করে বায়োডাটার সাথে যুক্ত করতে হবে।
- এরপরে বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 01.12.2022 |
আবেদন শুরু | 01.12.2022 |
আবেদন শেষ | 21.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 3,608 শূন্যপদে কর্মী নিয়োগ
🎯 কল্যাণী এইমস (AIIMS)-এ সিনিয়র রেসিডেন্ট পদে চাকরি
🎯 রাজ্যের কলেজে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়া নিয়োগ