রাজ্যের এই জেলায় সব থেকে বেশি চাকরির দুর্নীতি! তালিকা জমা সিবিআই এর কাছে

Most job corruption in this district of the state! List submitted to CBI

1/7: রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিদিনই নানান রকম খবর প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। এবার উঠে এল কোন জেলায় কত পরিমাণ দুর্নীতি হয়েছে, তার তালিকা। যোগ্য প্রার্থীদের জায়গায় অযোগ্য প্রার্থীদের কেবলমাত্র টাকার বিনিময়ে নিয়োগপত্র বিলি করেছিলেন রাজ্যের শাসক দলের নেতারা। তবে দুর্নীতি মামলায় প্রকাশিত হল জেলা হিসেবে দুর্নীতির তথ্য।

2/7: প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট-এর ফলাফল বিকৃত করা থেকে শুরু করে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরির সুপারিশ পত্র দেওয়ার মত নানান অভিযোগের ভিত্তিতে বর্তমানে বেশ কয়েকটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা

3/7: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই-এর তরফে, নিজাম প্যালেসে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছিল ওই জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের তিন আধিকারিককে। তাঁদেরকে প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত থাকতে বলা হয়েছিল।

4/7: সিবিআইয়ের কাছে এক আধিকারিক বলেন, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার ভিত্তিতে পূর্ব মেদিনীপুরে প্রায় 776 জনকে কেবলমাত্র সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে চাকরিতে।

5/7: তবে কেবল মেদিনীপুরই নয়, দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীদের সংখ্যাটা রাজ্যের অন্যান্য জেলা গুতেও বেশ বড়ো। রাজ্যের কোন জেলায় ঠিক কতজন প্রার্থী দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তা জানতে তৎপর হয়ে উঠেছে সিবিআই।

6/7: এর জন্য বিভিন্ন জেলার শিক্ষা পর্ষদের আধিকারিকদের একে একে তলব করছে সিবিআই। জানানো হয়েছে, আগামী 22 শে মে পর্যন্ত চলবে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে

7/7: চলতি সপ্তাহের মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকদের হাজিরা দেন। এরপরেই সিবিআইকে জানানো হয়, ওই জেলার প্রাথমিকে নিয়োগের জন্য সমস্ত বেআইনি নিয়োগের সুপারিশ এসেছে এক নেতার লেটার হেডে। তদন্তের গতি কোনদিকে এগোয়, এখন সেটাই দেখার।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇