রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে চাকরি, পশ্চিমবঙ্গের মধ্যেই হবে পোষ্টিং

MTS and Others Post Recruitment in West Bengal

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্বারা পরিচালিত NILD বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজাবিলিটিসের পক্ষ থেকে বিভিন্ন পোষ্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই নিয়োগটি পশ্চিমবঙ্গেই করা হবে তাই পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলার নারী-পুরুষ নির্বিশেষে দরকারি যোগ্যতাসম্পন্ন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে।

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। আজকের নিবন্ধে এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ বেতন কাঠামো, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য যত্ন সহকারে আলোচনা করা হয়েছে।

MTS and Others Post Recruitment in West Bengal

MTS and Others Post Recruitment in West Bengal

নোটিশ নম্বরঃ RECRUIT-CONTRACT/2022/ESTT./NILD/876

নোটিশ প্রকাশের তারিখঃ 02.09.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন বেতন হিসেবে 20,000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01

(2) পদের নামঃ সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) 

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 11 অনুযায়ী বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্রী বা ডিপ্লোমা সহ MBBS পাশ করে থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 2

  • Orthopedic – 1
  • PM & R – 1

(3) পদের নামঃ রেসিডেন্ট মেডিকেল অফিসার (Resident Medical Officer)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্রী বা ডিপ্লোমা সহ MBBS পাশ করে থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 2

(4) পদের নামঃ কনসালটেন্ট (Consultant)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা থেকে 40,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য যেকোনো রিটার্ড গভারমেন্ট অফিসার সেটা কেন্দ্রীয় সরকারের অন্তর্গত হোক কিংবা রাজ্য সরকারের অন্তর্গত হোক সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে।

মোট শূন্যপদঃ 3

(5) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং M.D বা M.S করে থাকতে হবে। এছাড়াও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

মোট শূন্যপদঃ 3

(6) পদের নামঃ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Clinical Assistant)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো B.Sc ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং ক্লিনিকাল বা রিচার্জ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01

এগুলি ছাড়াও আরো অন্যান্য যেসকল পোষ্টে নিয়োগ করা হবে সেগুলি হলো- 

  • অ্যাসোসিয়েট প্রফেসর।
  • স্পিচ থেরাপিস্ট।
  • অডিওওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট।
  • ওরিয়েন্টেশন এন্ড মবিলিটি ইন্সট্রাক্টর
  • ক্লার্ক
  • ফিজিওথেরাপিস্ট।
  • নিউরোলজিস্ট ইত্যাদি
বয়সসীমাঃ

উপরের সমস্ত পদগুলির ক্ষেত্রে আবেদনের জন্য বিভিন্ন বিভিন্ন বয়সসীমা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন।

আবেদন পদ্ধতিঃ
  • এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  • প্রথমে অফিশিয়াল নোটিসের সাথে দেওয়া আবেদনপত্রটিকে ডাউনলোড করে নিতে হবে এবং যথাযথভাবে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে। অফিসিয়াল নোটিশটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। 
  • আবেদনপত্রটি প্রিন্ট আউট করা হয়ে গেলে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিও তার সাথে যুক্ত করতে হবে।
  • সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে তার ওপর লিখতে হবে “Application for the post of ________ ” (যে পদের জন্য আবেদন করছেন তার নাম)।
  • এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্রটি নোটিশ প্রকাশের 30 দিনের মধ্যে জমা করতে হবে। 
আবেদন ফিঃ

আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-700090. 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 02.09.2022
আবেদন শুরু 02.09.2022
আবেদন শেষ 02.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 হিন্দুস্থান শিপইয়ার্ডে নিয়োগ 2022

🎯 ভারতের স্টিল অথরিটিতে কর্মমুখী প্রশিক্ষণ

🎯 কলকাতা NUHM সোসাইটিতে 186 শূন্যপদে কর্মী নিয়োগ