রাজ্যের সরকারি স্কুলে মিউজিক টিচার নিয়োগ, 28 হাজার 900 টাকা মাসিক বেতন

Music Teacher Recruitment in Sri Aurobindo Institute

পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আরো একটি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। Sri Aurobindo Institute For Sightless-এ মিউজিক টিচার পদে নিয়োগ করা হবে। এই স্কুলটি বীরভূম জেলায় রয়েছে।

এক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা রাজ্যের যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবে।

পশ্চিমবঙ্গ সরকারের Mass Education Extension & Library Science দপ্তরের অধীনে এই নিয়োগ করা হবে। এই নিয়োগের বিস্তারিত তথ্য গুলি নিচে এক এক জানানো হয়েছে। 

Music Teacher Recruitment in Sri Aurobindo Institute

নোটিশ মেমো নম্বরঃ  45/SAIS/2022

নোটিশ প্রকাশের তারিখঃ  19 এপ্রিল 2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ  মিউজিক টিচার (Music Teacher)

বেতনঃ  পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 28,900 থেকে 74,500 টাকা

বয়সসীমাঃ  01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-39 বছর হতে হবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের বয়সের ছাড় পাবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ  

(1) মাধ্যমিক পাশ করতে হবে। 

(2) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে মিউজিকে ডিগ্রি/ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে।

(3) মিউজিক সেকশনে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদঃ  1 টি (UR)

নিয়োগ প্রক্রিয়াঃ  সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

(1) অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে।

(2) অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে।

(3) ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।

(4) প্রিন্ট করা ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে।

(5) ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য ডকুমেন্টের জেরক্স কপি জুড়ে দিতে হবে।

(6) আবেদনপত্র সহ সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। 

(7) আবেদনপত্রের খামটি নিচের দেওয়া ঠিকানায় পোষ্ট করতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

To The Member Secretary, Sri Aurobindo Institute For Sightless Old Dangalpara, P.O. & P.S.- Suri, Dist.- Birbhum (W.B), Pin-731101. 

আবেদন ফিঃ  আবেদন করার জন্য টাকা লাগবে না।  

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  19.04.2022
আবেদন শুরু  19.04.2022
আবেদন শেষ 21.05.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-