পশ্চিমবঙ্গের নবান্নের দপ্তরে বিশেষ করে রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে চাকরিতে নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে জুনিয়র কনসালটেন্স সহ আরো পোস্টে কর্মী নিয়োগ করা হবে। নবান্নের তরফ থেকে শূন্যপদের বিবৃতি দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পরেই আমরা আমাদের ওয়েবসাইটে এই নিয়োগের বিস্তারিত তথ্য বিশেষ করে ঠিক কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন পদের জন্য কত করে বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি বিষয়গুলি এক এক করে তুলে ধরছি। আবেদনকারীরা অবশ্যই নিয়োগের বিষয়ে ভালো করে জেনে তারপর আবেদন করবেন।
নোটিশ নম্বর: 726-GE/N/1E-144/19 (Part-VI)
প্রকাশের তারিখ: 11.11.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নবান্ন দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (Nabanna Department Recruitment Details)
(1) পদের নাম: কনসালটেন্ট (Consultant)
বেতন: প্রতিমাসে 1,25,000 টাকা
বয়সসীমা: উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 36 বছরের কম থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার ডিগ্রী করা থাকতে হবে অথবা যেকোনো প্রতিষ্ঠান থেকে MBA/MPA/MPP ডিগ্রী করা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি (বাড়তে পারে)
(2) পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (Junior Consultant)
বেতন: প্রতিমাসে 75,000 টাকা
বয়সসীমা: উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 36 বছরের কম থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার ডিগ্রী করা থাকতে হবে অথবা যেকোনো প্রতিষ্ঠান থেকে MBA/MPA/MPP ডিগ্রী করা থাকতে হবে।
শূন্যপদ: 2 টি (বাড়তে পারে)
চাকরির ধরন: কন্ট্রাকচুয়াল (Contractual)
চাকরির সময়সীমা: দুই বছরের জন্য চাকরিতে নিয়োগ করা হবে। তবে পরবর্তীতে চাকরির সময়সীমা বাড়ানো হতে পারে।
আবেদন করার প্রক্রিয়া:
(1) অফলাইনের মাধ্যমে একটি ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে দেওয়া রয়েছে।
(2) তাই আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমেই নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর তিন নম্বরে পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করে নিতে হবে।
(3) আবেদন করার ফর্ম প্রিন্ট করার পরে সেটি সঠিকভাবে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।
(4) ফর্ম পূরণ করা হয়ে গেলে দরকারী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলি ফর্মের সাথে জুড়ে দিয়ে একটি খামে ভরে, খামের মুখ বন্ধ করে দিতে হবে।
(5) সবশেষে আবেদন করার ফর্ম সহ খামটি নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট অথবা স্ট্যান্ডার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Deputy Secretary, GE Branch, Home and Hill Affairs Department, Government of West Bengal, Room No. 505, Nabanna, Shibpur, Howrah-711102.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 11.11.2022 |
আবেদন শুরু | 11.11.2022 |
আবেদন শেষ | 28.11.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 উচ্চমাধ্যমিক পাশে কোলকাতা বন্দরে চাকরি