NABARD এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 44 হাজার 500 টাকা | NABARD Recruitment 2023

NABARD Assistant Manager Recruitment 2023

ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে (NABARD) অনেক ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 03 /Grade A/2023-24

নোটিশ প্রকাশের তারিখ- 12.08.2023

যে পদে নিয়োগ হবে

অ্যাসিস্ট্যান্ট (জেনারেল ম্যানেজার / Assistant Manager) জন্য এখানে মোট 11 টি ডিসিপ্লিন রয়েছে। এর মধ্যে আছে General, Computer/ Information Technology, Finance, Company Secretary, Civil Engineering, Electrical Engineering, Geo Informatics, Forestry, Food Processing, Statistics এবং Mass Communication/Media Specialist

শূন্যপদ

এখানে সব ডিসিপ্লিন মিলিয়ে মোট 150 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে মোট 11 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

21 থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের মাসিক 44,500 টাকা মাসিক বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য nabard.org ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

  • GEN, OBC, EWS প্রার্থীদের 800 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
  • SC/ST/PWBD প্রার্থীদের 150 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদনের শেষ দিন 23.09.2023 তারিখ।
  • পরীক্ষা নেওয়া হবে 16/10/2023 তারিখে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC

👉 600 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, 30 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে

👉 WBPDCL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 টেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু অধিকারী

Previous articleরাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
Next articleWBPSC এর তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, আজ থেকে আবেদন শুরু হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here