ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) অর্থাৎ কেন্দ্রীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক এর তরফ থেকে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি (NABARD Recruitment Notification) প্রকাশিত হয়েছে। এখানে শতাধিক শূন্যপদ বা ভ্যাকান্সি থাকায় লোক নিয়োগ করানো হবে।
যদি আপনি কৃষি এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের এই চাকরি করতে ইচ্ছুক হন তাহলে এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য। তবে আবেদন করার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন।
আজকের এই চাকরি করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবেন, বয়স কত লাগবে, বেতন কেমন পাওয়া যাবে, সমস্ত তথ্য এক নজরে নিচে দেওয়া হয়েছে।
কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগের জন্য ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 177 টি শূন্যপদ রয়েছে। তাই এই সুযোগকে কাজে লাগাতে চাইলে, চাকরিতে নিয়োগের বিস্তারিত তথ্য অবশ্যই ধৈর্য সহকারে পড়ুন।
NABARD Recruitment Notification 2022
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে:
(1) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (Development Assistant)
(2) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি (Development Assistant- Hindi)
নিয়োগের বিস্তারিত তথ্য (NABARD Recruitment Details)
(1) পদের নাম : ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট
বেতন ক্রম : প্রতি মাসে 13,150 থেকে 34,990 টাকা। তবে প্রতি মাসে Approx 32,000 টাকা করে বেতন হাতে পাওয়া যাবে।
আবেদনের জন্য বয়স : এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। আবেদনকারীকে তার বয়সের হিসেব করতে হবে 01.09.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয় নিয়ে মিনিমাম 50 শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
মোট শূন্যপদ : 173 টি।
(2) পদের নাম : ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট- হিন্দি।
বেতন ক্রম : প্রতি মাসে 13,150 থেকে 34,990 টাকা। তবে প্রতি মাসে Approx 32,000 টাকা করে বেতন হাতে পাওয়া যাবে।
আবেদনের জন্য বয়স : এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। আবেদনকারীকে তার বয়সের হিসেব করতে হবে 01.09.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অথবা হিন্দী মিডিয়ামে ইংরেজি এবং হিন্দি কম্পালসারি সাবজেক্ট হিসাবে অথবা ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে মিনিমাম 50 শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
মোট শূন্যপদ : 4 টি
আবেদন পদ্ধতি (NABARD Recruitment Application Process)
কেন্দ্রীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল- https://www.nabard.org। ১৫ সেপ্টেম্বর তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই মূহুর্তে আবেদন চলছে।
আবেদনকারীদের আবেদনের সুবিধার জন্য এই পেজের ঠিক নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। লিংকে ক্লিক সরাসরি আবেদন করতে পারা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 10.09.2022 |
আবেদন শুরু | 15.09.2022 |
আবেদন শেষ | 10.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে গ্রুপ-C (LDC) ক্লার্ক এবং গ্রুপ-D পিয়ন পদে চাকরি
🎯 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি