রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Nadia District Volunteer Recruitment 2023

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে, নদীয়া জেলার কৃষ্ণনগর সদর সাব ডিভিশনের জন্য প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স (পিএলভি) 36 জনকে নিয়োগ করা হবে। এখানে পুরুষ, মহিলা তো বটেই সাথে ট্রানজেন্ডাররাও আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিষয়ে আরও বিশদভাবে জেনে নিন এই প্রতিবেদনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 01(PLV)2023

নোটিশ প্রকাশের তারিখ- 23.08.202

যে পদে নিয়োগ হবে

প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স (পিএলভি)

শূন্যপদ

এখানে মোট 36 টি শূন্যপদ রয়েছে। নদীয়া জেলার অনেকগুলো ব্লকে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষাতে দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা

18 বছরের উর্দ্ধে সকলেই এখানে আবেদন যোগ্য। বয়সের কোনো উর্দ্ধ সীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক কোনো স্থায়ী বেতনের ব্যবস্থা নেই। প্রতিটি কর্ম দিবস পিছু 500 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

The Secretary, District Legal Services Authority, Nadia”. Address: – ADR Centre, District Judges’ Court Compound, Krishnagar, Nadia, Pin- 741101

প্রয়োজনীয় নথি

1. বয়সের প্রমাণ

2. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

4. কাস্ট সার্টিফিকেট

5. কম্পিউটার সার্টিফিকেট

6. পাসপোর্ট সাইজের ছবি

গুরুত্বপূর্ণ তারিখ

12/09/2023 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 SAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ

👉 ECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যে ৫০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে! বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে চাকরি

👉 রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে

Previous articleSAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ
Next articleBECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা | BECIL DEO Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here