রাজ্যের জেলা পরিষদে চাকরি, জল বিভাগে ২৪ হাজার টাকা মাসিক বেতনে কর্মী নিয়োগ

Nadia Zilla Parishad Water Cell Recruitment

রাজ্যের অন্তর্গত নদিয়া জেলা পরিষদের তরফ থেকে ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নদিয়া জেলাতে নিয়োগ হলেও পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগটি সম্পূর্ণ সরকারি বিভাগেই করা হবে। তাই যোগ্যতা সম্পন্ন বেকার চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারে। 

নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পশ্চিমবঙ্গে সমস্ত জেলা থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, আবেদন পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্যের বিবরণ নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Nadia Zilla Parishad Water Cell Recruitment

Nadia Zilla Parishad Water Cell Recruitment

নোটিশ নম্বরঃ 3094/N2P

নোটিশ প্রকাশের তারিখঃ 04.11.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)

(1) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর – নন টেকনিক্যাল (Assistant District Co ordinator – Non Technical)

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং পাবলিক হেলথ বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এছাড়া বেশি কম্পিউটার নলেজ  ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর – টেকনিক্যাল (Assistant District Co ordinator – Technical)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যথেষ্ট কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে কথা বলতে পড়তে দক্ষ হতে হবে।

বেতন (Salary)

উপরের দুই পদের জন্যই প্রার্থীদের প্রতিমাসে 24,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদন প্রার্থীর বয়স 01.11.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি (Recruitment Process)

প্রার্থীদের সরাসরি শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process)

  1. অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে সরাসরি নদীয়া জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  2. সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও বৈধ ইমেইল আইডি বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  3. রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদন পত্রটি সামনে চলে আসবে।
  4. এরপরে আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
  5. আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ 04.11.2022
আবেদন শুরু 04.11.2022
আবেদন শেষ 16.11.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ অফিসিয়াল নোটিশ Download
✅ আবেদন করুন  Apply Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যে গ্রুপ-সি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

🎯 WBPSC এর মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরে চাকরি

🎯 পোস্ট অফিসে গ্রুপ-C এবং গ্রুপ-D নিয়োগের নতুন বিজ্ঞপ্তি