ভারত সরকার দ্বারা পরিচালিত নালকো (NALCO) অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ট্রেডে মাধ্যমিক পাস এবং আইটিআই ট্রেড পাস যোগ্যতায় আবেদন করা যাবে।
এইবার আমরা সরাসরি ঠিক কোন কোন ট্রেড-এ নিয়োগটি করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ট্রেনিং কত বছরের হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নেবো। আবেদন করতে ইচ্ছুক থাকলে অবশ্যই নিয়োগের বিষয়ে ভালো করে জেনে নিয়ে তারপরে আবেদন করবেন।
NALCO Apprentice Recruitment 2022
নালকো (NALCO) অ্যাপ্রেন্টিস নিয়োগের বিস্তারিত তথ্য (NALCO Apprentice Recruitment Details)
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: S&P/TRG/341/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 16.11.2022
আবেদনের মাধ্যম: অনলাইনে রেজিস্ট্রেশন করে অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: অ্যাপ্রেন্টিস (Apprentice)
যে সমস্ত ট্রেনে নিয়োগ করা হবে:
Fitter, Turner, Welder, Machinist, Mechanic Motor Vehicle, (MMV), Electrician, Electronic Mechanic, Diesel Mechanic, PASAA, Laboratory Assistant (Chemical Plant)
স্টাইপেন্ড/বেতন: Apprentice Act 1961 এর নিয়ম অনুযায়ী প্রতিমাসে স্টাইপেন্ড অর্থাৎ বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: সমস্ত ট্রেড গুলির ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট ট্রেডের আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে।
শুধুমাত্র Laboratory Assistant (Chemical Plant) ট্রেড এর ক্ষেত্রে ফিজিক্স অথবা কেমিস্ট্রি বিষয়ে অনার্স নিয়ে B.Sc পাস করতে হবে।
শূন্যপদ: 375 টি
ট্রেনিং এর সময়সীমা: 1 বছর ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) মূলত দুটি পর্যায়ে আবেদন করতে হবে। আবেদনের বিষয়টি ভালো করে জেনে নিন, না হলে ভুল হতে পারে।
(2) অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একটি আবেদন করার জন্য গুগল ফর্মের লিংক দেওয়া আছে। প্রথমে ওই google ফর্মটি ফিলাপ করে রেজিস্ট্রেশন করতে হবে।
(3) এরপর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে যে আবেদন করার ফর্মটি দেওয়া আছে সেটি প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
(4) ফর্মটি ফিলাপ করার পর দরকারি সমস্ত তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ ইত্যাদি ডকুমেন্টস এর জেরক্স গুলি তার সাথে জুড়ে দিতে হবে।
(5) সবশেষে আবেদনপত্রসহ ডকুমেন্টস গুলিকে একসাথে নিয়ে একটি খামের মধ্যে ভরতে হবে এবং নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Dy.General Manager(HRD), Training Institute, S&P Complex, NALCO, 759145. Angul (District), Odisha.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 16.11.2022 |
আবেদন শুরু | 16.11.2022 |
আবেদন শেষ | 07.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ রেজিস্টার করুন (গুগল লিংক) | Register Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কল্যাণী এইমস-এ গ্রুপ-সি পদে চাকরি