ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency- NADA) হল কেন্দ্রীয় যুবা বিষয়ক মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা, যার তরফে ছয়টি বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। সমস্ত পদের বিষয়ে বিশদে জানতে বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত পড়ুন।
নোটিশ নং – 1/1/2017/NADA
নোটিশ প্রকাশ – 06/04/2023
1. সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট (Senior Programme Associate)
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদন করার জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সাথে, কম্পিউটারের এমএস-অফিস এবং অন্যান্য সম্পর্কিত প্রোগ্রামের সাথে পরিচিতি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 45 বছর বয়স অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।
মাসিক বেতন – মাসিক 80,000 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।
2. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (Programme Associate)
শূন্যপদ – এখানে 02 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদন করার জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রির সাথে, কম্পিউটারের এমএস-অফিস এবং অন্যান্য সম্পর্কিত প্রোগ্রামের সাথে পরিচিতি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 45 বছর বয়স অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।
মাসিক বেতন – মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।
3. রিসার্চ অ্যাসোসিয়েট (Research Associate)
শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদন করার জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রির সাথে, কম্পিউটারের এমএস-অফিস এবং অন্যান্য সম্পর্কিত প্রোগ্রামের সাথে পরিচিতি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 45 বছর বয়স অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।
মাসিক বেতন – মাসিক 40,000 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।
4. ইনভেস্টিগেটর (Investigator)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদন করার জন্য কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সিতে অন্তত ইন্সপেক্টর পদে কাজের অভিজ্ঞতা সহ রিটায়ার্ড অফিসার হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 64 বছর বয়স অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।
মাসিক বেতন – মাসিক 40,000 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।
5. সিনিয়র সায়েন্টিফিক অফিসার (Senior Scientific Officer)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদন করার জন্য Biochemistry/Pharmacology/Chemistry/Sports Science/Medicine এ ফার্স্ট ক্লাস M.Sc ডিগ্রি থাকতে হবে। সাথে 8 বছর অ্যান্টি ডোপিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
Biochemistry/Pharmacology/Chemistry/Sports Science/Medicine এ Ph.D ডিগ্রির সাথে 5 বছর বছর অ্যান্টি ডোপিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Medicine/Pathology/Pharmacology/Sports Medicine এ M.D ডিগ্রি করে থাকতে হবে।
বয়সসীমা – 45 বছর বয়স অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।
মাসিক বেতন – মাসিক 100,000 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।
6. সিস্টেম অ্যাডমিন (System Admin)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদন করার জন্য Linux, Tomcat, APache,Nginx, Postgres, MySQL, Java, Springboot, PHP, Container, Docker ইত্যাদি নিয়ে 7 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – এই পদের জন্য কোনো বয়সসীমা রাখা হয়নি। সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – মাসিক 70,000 থেকে 85,000 টাকা করে বেতন দেওয়া হবে এখানে।
নিয়োগের সময়সীমা – এইখানের সমস্ত পদের জন্যই 1 বছরের চুক্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে জানানো হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে গুগল ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে।
https://docs.google.com/forms/d/1XmCrGvsNzNqadbgOmgIn2rylpz230ZmSregh10VXvkl/edit এই লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
30/04/2023 তারিখে উপরের লিঙ্কটি ডি-অ্যাকটিভেট হয়ে যাবে। তার আগে আবেদন করতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- 200 এর বেশি শূন্যপদে রাজ্যের SAIL-এ নিয়োগ
- দীর্ঘ অপেক্ষার পর রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ শুরু হলো
- বিশ্ব ভারতীতে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C চাকরি
- রাজ্যের কৃষি দফতরে গ্রুপ-সি চাকরি