ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট (NaBFID) এ বারো ধরনের শূন্যপদে নিয়োগ করা হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। অনলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- NaBFID/REC/ANA/2023-24/01
যে পদে নিয়োগ করা হবে
1. Lending Operations
শূন্যপদ- 15 টি শূন্যপদ রয়েছে।
2. Human Resources
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
3. Investment & Treasury
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
4. Information Technology & Operations
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
5. General Administration
শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।
6. Risk Management
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
7. Legal
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
8. Internal Audit & Compliance
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
9. Company Secretariat
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
10. Accounts
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
11. Strategic Development and Partnerships
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
12. Economist
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে মোট 12 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে 32 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://www.nabfid.org/careers অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন মূল্য
- General/ EWS/ OBC- 800 টাকা
- SC/ ST/ PWD- 100 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শেষ হবে- 13.11.2023
- ইন্টারভিউয়ের তারিখ- নভেম্বর/ডিসেম্বর, 2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারতীয় এয়ারপোর্টে এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 40 হাজার টাকা মাসিক বেতন
👉 সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে চাকরি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 রেলটেল কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ, 30 হাজর টাকা মাসিক বেতন
👉 ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ
👉 কো অপারেটিভ ব্যাঙ্কে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে চাকরি, 28 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে