ন্যাশনাল ফার্টিলাইজার সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 01 ডিসেম্বর অবধি আবেদন চলবে

National Fertilizer Limited recruitment 2023

ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড সংস্থার পক্ষ থেকে একটি নোটিশ জারি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, এখানে ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ- 01/11/2023

নোটিশ নং- 2 (NFL)/2023

যে পদে নিয়োগ করা হবে

1. ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) / Management Trainee(Marketing)

শূন্যপদ- 60 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Marketing/ Agri Business Marketing/ Rural Management/ Foreign trade/International Marketing নিয়ে দুই বছরের MBA/PGDBM/PGDM ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।

2. ম্যানেজমেন্ট ট্রেনি (F&A) / Management Trainee(F&A)

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- CA/ICWA/ CMA পাশ করা থাকলে এখানে আবেদন করা যাবে।

3. ম্যানেজমেন্ট ট্রেনি (Law) / Management Trainee(Law)

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- LLB ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বয়সের উর্দ্ধ সীমা 27 বছর রাখা হয়েছে।

মাসিক বেতন

মাসিক 40000-140000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

অফলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্যে www.nationalfertilizers.com. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে।

এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

SC/ST/PWD প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য নেই এবং অন্যান্য প্রার্থীদের জন্য 700 টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ দিন 01/12/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 Primary TET 2023: টেট পরীক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল প্রাইমারি শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত

👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ

👉 অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরির বিজ্ঞপ্তি! 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ, 48 হাজার 170 টাকা মাসিক বেতন

👉 রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে নিয়োগ, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট

Previous articleরাজ্যের কলেজে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
Next articleব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি, 15 হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here