পরিবহন দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি চাকরি, 20 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

National Highway Group-B and Group-C Recruitment 2023

ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) হল ভারত সরকারের তৈরী একটি সংস্থা, যেটি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনস্থ একটি কর্পোরেশন হিসাবে উত্তর-পূর্ব অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলির সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে এমন অঞ্চলগুলিতে জাতীয় মহাসড়ক তৈরি করে থাকে। এখানে অনেকগুলো শূন্যপদে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। বিশদে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

বিজ্ঞপ্তি নং- NHIDCL/2(17)/Rectt. Tech. & others/2023/HR

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 8/09/2023

যেসব পদে নিয়োগ হবে

1. জেনারেল ম্যানেজার (টি/পি)

শূন্যপদ – 3 টি শূন্যপদ রয়েছে।

2. জেনারেল ম্যানেজার (ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড কোঅর্ডি)

শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।

3. জেনারেল ম্যানের (লিগ্যাল)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

4. ডেপুটি জেনারেল ম্যানেজার (টি/পি)

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

5. ডেপুটি জেনারেল ম্যানেজার

শূন্যপদ- 12 টি শূন্যপদ রয়েছে।

6. ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিন্যান্স)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

7. ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

8. ম্যানেজার

শূন্যপদ- 20 টি শূন্যপদ রয়েছে।

9. ম্যানেজার (ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড কোয়ার্ডি)

শূন্যপদ- 18 টি শূন্যপদ রয়েছে।

10. ম্যানেজার (লিগ্যাল)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

11. ডেপুটি ম্যানেজার (টি/পি)

শূন্যপদ- 20 টি শূন্যপদ রয়েছে।

12. কোম্পানি সেক্রেটারি

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

13. জুনিয়র ম্যানেজার (এইচআর)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

14. ম্যানেজার (ফিন্যান্স)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

15. ডেপুটি ম্যানেজ (ফিন্যান্স)

শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।

16. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)

শূন্যপদ- 15 টি শূন্যপদ রয়েছে।

17. জুনিয়র ম্যানেজার (ফিন্যান্স)

শূন্যপদ- 19 টি শূন্যপদ রয়েছে।

18. প্রিন্সিপ্যাল প্রাইভেট সেক্রেটারি (এনএইচআইডিসিএল হেড কোয়ার্টার্স)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

19. প্রাইভেট সেক্রেটারি

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

20. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে মোট 20 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে 56 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

পদ অনুসারে লেভেল 7 থেকে লেভেল 13 পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://nhidcl.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে – 06/10/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 AIIMS এ 36 ধরণের বিভিন্ন পদে গ্রুপ-B এবং গ্রুপ-C কর্মী নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

👉 রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে CMOH এ অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 560 টি শূন্যপদে ভারতীয় কয়লা সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা 

👉 জেলা আদালতে গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ | SBI Recruitment 2023
Next articleরাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাসিক বেতন কত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here