ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজে (NICED) একটি প্রোজেক্টের জন্য প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং প্রোজেক্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে। এখানকার নিয়োগটি 5 মাসের চুক্তিতে করানো হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- NICED/PC/01/IBBS-CFSW/2023-24/749
নোটিশ প্রকাশের তারিখ- 10.10.2023
যে পদে নিয়োগ হবে
1. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট / Project Assistant (Research Assistant)
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Social Science এ মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে লোকাল ভাষা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- মাসিক 31,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. প্রোজেক্ট টেকনিশিয়ান / Project Technician III
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ এবং DMLT ডিগ্রি করে থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- মাসিক 18,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 3 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।
এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।
ইন্টারভিউয়ের দিন এবং সময়
এখানে ইন্টারভিউ নেওয়া হবে 27.10.2023 তারিখের, সকাল 09.30 থেকে।
ইন্টারভিউ স্থানের ঠিকানা
ICMR-National Institute of Cholera & Enteric Diseases (NICED II building within ID & BG Hospital Campus)
P-33, C.I.T. Road, Scheme-XM, Beliaghata,
Kolkata-700010
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারতীয় আর্মিতে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 রাজ্যে DM অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
👉 9000 শূন্যপদে রেলে নতুন RPF কনস্টেবল নিয়োগ | Railway RPF Constable Recruitment 2023