রাজ্যের সরকারি পাট উৎপাদন সংস্থায় চাকরি, অনেকগুলি পদে নিয়োগের আবেদন চলছে

national-jute-manufactures-corporation-recruitment2023

পশ্চিমবঙ্গের সরকারি পাট উৎপাদন সংস্থা অর্থাৎ ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারস কর্পোরেশন লিমিটেড (NJMC) হল ভারত সরকারের অধীনস্থ একটি টেক্সটাইল উদ্যোগ। এখানে অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের ব্যাপারে আরও বিশদ ভাবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নং- NJMC/HR/Recruit/2023-24/01

নোটিশ প্রকাশ- 13/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

(1) পদের নাম- এক্সিকিউটিভ (লিগ্যাল) / Executive (Legal)

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

LL.B ডিগ্রি এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

সর্বোচ্চ 50 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

মাসিক 38,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(2) পদের নাম- মিল ইন চার্জ / Mill In-charge

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। তবে জুট টেকনোলজিতে পিজি ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।

বয়সসীমা

সর্বোচ্চ 55 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(3) পদের নাম- ফাইনান্স অফিসার / Finance Officer

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

B.Com, CA (Inter) / ICWA (Inter) নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। থাকতে হবে ট্যালি নিয়ে সম্যক ধারণাও।

বয়সসীমা

সর্বোচ্চ 55 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(4) পদের নাম- টেকনিক্যাল অফিসার / Technical Officer

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

জুট টেকনোলজিতে পিজি ডিপ্লোমা অথবা B.Tech ডিগ্রি এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 55 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা

এক বছরের চুক্তিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ওয়েবসাইটে আবেদন পত্র দেওয়া রয়েছে। অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে বা হাতে করে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা

Chief Operating Officer
National Jute Manufactures Corporation Limited
4 N. S. Road,
Chartered Bank Building, 2nd Floor
Kolkata 700001

আবেদনের তারিখ

আবেদন করার শেষ দিন 28.07.2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleইন্ডিয়ান আর্মির শর্ট সার্ভিসে চাকরি, ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে
Next articleজেলা শিশু সুরক্ষা দফতরে চাকরি, আবেদন ফি লাগবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here