WB Recruitment: রাজ্যে ন্যাশনাল আরবান হেলথ মিশনে চাকরি, 40-60 হাজার টাকা মাসিক বেতন

National Urban Health Mission Quality Manager Recruitment

দি কলকাতা সিটি NUHM সোসাইটি-র তরফ থেকে চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল আরবান হেলথ মিশন (National Urban Health Mission) এর আওতায় এই নিয়োগের সমগ্র প্রক্রিয়া পরিচালনা করা হবে। 

৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনের এই চাকরির ক্ষেত্রে কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ কয়টি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কি থাকবে এবং কিভাবে আবেদন করতে হবে সব কিছু নিচে থেকে একে একে জেনে নিন। 

National Urban Health Mission Quality Manager Recruitment

নোটিশ নম্বর: 12/Kolkata City NUHM Society/ 2022-23

নোটিশ প্রকাশের তারিখ: 15/12/2022

আবেদনের মাধ্যম: অফলাইনে পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার বিষয়ে নিচে ভালো করে জানানো হয়েছে। 

যে পদে নিয়োগ করা হবে:

কুয়ালিটি ম্যানেজার (Quality Manager)

চাকরির বেতন:

প্রতিমাসে 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। 

বয়সসীমা: 

উক্ত পদের চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা: 
  • MBBS/ BDS/ BHMS/ BAMS/ BAMS/ B.Sc. Nursing with Masters in Hospital Administration / Health Management (MHA- Full time). 
  • সেই সাথে Public Health/ Hospital Administration- এ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
শূন্যপদ: 

1 টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়া:

(1) সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে একটি ফর্ম ফিলাপ করে তা নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে আবেদন করতে হবে। 

(2) আবেদন করার ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে দেওয়া রয়েছে। আবেদনকারীদের প্রথমেই নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। 

(3) তারপর বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে দেওয়া আবেদন করার ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করতে হবে। 

(4) ফর্ম ফিলাপ করা হয়ে গেলে তার সাথে দরকারি কিছু ডকুমেন্টস এর জরক্স জুড়ে দিয়ে সেগুলিকে পিন আপ করে একটি খামের মধ্যে ভরতে হবে।

(5) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস (জেরক্স) দিতে হবে:

(1) মাধ্যমিকের এডমিট কার্ড

(2) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট

(3) MBBS/ BDS/ BHMS/ BAMS/ BAMS/ B.Sc. Nursing সার্টিফিকেট

(4) কম্পিউটার কোর্স সার্টিফিকেট

(5) অভিজ্ঞতার সার্টিফিকেট 

(6) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

(7) পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society “Kolkata Municipal Corporation CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata- 700013.

গুরুত্বপূর্ণ তারিখ: 

আবেদন শুরু: 06.02.2023 (06 ফেব্রুয়ারি 2023)

আবেদনের শেষ: 13.02.2023 (13 ফেব্রুয়ারি 2023)

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

 ডেইলি চাকরির আপডেট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇