ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস বা সংক্ষেপে NBEMS এ গ্রুপ-A, B, C পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- A.12022/1/2023-Estt.
নোটিশ প্রকাশ- 21.09.2023
যে পদে নিয়োগ হবে
1. ডেপুটি ডিরেক্টর (মেডিকেল) / DEPUTY DIRECTOR (MEDICAL)
শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য মেডিকেল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে।
বয়সসীমা- 35 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতন- লেভেল 11 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।
2. ল অফিসার / LAW OFFICER
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ল নিয়ে গ্র্যাজুয়েট এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- 35 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতন- লেভেল 10 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।
3. জুনিয়র প্রোগামার / JUNIOR PROGRAMMER
শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- কম্পিউটার সায়েন্স নিয়ে B.Tech./BE/BCA/DOEACC ডিগ্রি সাথে, 3 বছরের ডাটা রেকর্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 27 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতন- লেভেল 7 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।
4. জুনিয়র অ্যাকাউন্টেন্ট / JUNIOR ACCOUNTANT
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের অঙ্ক অথবা স্ট্যাটিস্টিক্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
বয়সসীমা- 27 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতন- লেভেল 4 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।
5. স্টেনোগ্রাফার / STENOGRAPHER
শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশেই সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 27 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতন- লেভেল 4 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।
6. জুনিয়র অ্যাসিটেন্ট / JUNIOR ASSISTANT
শূন্যপদ- 24 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- 27 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতন- লেভেল 2 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.natboard.edu.in এই ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কেবলমাত্র UR এবং OBC দের 1,500 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
20/10/2023 তারিখ, এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, মোট 9 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 ৭৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট
👉 ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 CMOH এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 জেলা আদালতে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ