কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (National Council of Science Museums) অর্থাৎ NCSM- এ কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। আই চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনে। এই বিষয়ে আরও বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটশ নং – 05/2023
1. পদের নাম- স্টেনোগ্রাফার / Stenographer
শূন্যপদ – 3 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ এবং শর্টহ্যান্ড কোর্স করে থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা – সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম – মাসিক 48,207 টাকা বেতন দেওয়া হবে।
2. পদের নাম- আর্টিস্ট / Artist-A
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – ফাইন আর্টসের কোর্স থাকলে এখানে আবেদন করা যাবে। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতাও লাগবে।
বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 36,126 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউ এবং স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য https://ncsm.gov.in/ লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করে তার সাথে নথি, ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করে, আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করুন।
আবেদন মূল্য
কেবলমাত্র General, EWS, OBC প্রার্থী দের 885 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী 9 জুন, 2023 তারিখ এখানে আবেদন সম্পন্ন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- UDC ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি
- কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৩ প্রিলি পরীক্ষা প্রশ্নপত্র ডাউনলোড
- ITBP গ্রুপ-বি সাব ইন্সপেক্টর নিয়োগ
- 395 শূন্যপদে UPSC-র মাধ্যমে NDA তে নিয়োগ