প্রতিদিনকার মতো আজকেও আমরা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ন্যাশনাল ডিফেন্স একাডেমি (National Defence Academy- NDA) থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে গ্রুপ-C কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সমগ্র দেশ তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে সবাইকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
NDA এর এই চাকরির জন্য আপনাকে ঠিক কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুনযায়ী শূন্য পদের সংখ্যা কত, বিভিন্ন পদের জন্য মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি তথ্য নিচে পরপর আমরা জানিয়েছি। আবেদন করার আগে এগুলি একবার ভালো করে জেনে নিন।
NDA Group C Direct Recruitment 2023
NDA গ্রুপ-C নিয়োগের বিস্তারিত তথ্য (NDA Group-C Recruitment Details)
(1) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 27 টি।
(2) পদের নামঃ পেইন্টার (Painter)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ সিভিল মোটর ড্রাইভার (Civil Motor Driver)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 8 টি।
(4) পদের নামঃ সিনেমা প্রজেক্টশনিষ্ট (Cinema Projectionists)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(5) পদের নামঃ কুক (Cook)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
(6) পদের নামঃ ফায়ারম্যান (Fireman)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 10 টি।
(7) পদের নামঃ ব্ল্যাকস্মিথ (Blacksmiths)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(8) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 182 টি।
আবেদন পদ্ধতি
ন্যাশনাল ডিফেন্স একাডেমী (NDA) থেকে প্রকাশিত ওপরের উপরের সমস্ত পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যে কেউ ঘরে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজেই আবেদন করে নিতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
- প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে NDA এর অফিশিয়াল ওয়েবসাইট www.ndacivrect.gov.in এ প্রবেশ করতে হবে।
- এরপরে রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদনপত্রটি সামনে চলে আসবে।
- তারপরে অনলাইন আবেদনপত্রটি নির্দিষ্ট পদ অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে।
- অনলাইনে আবেদনপত্র পূরণের পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
20.01.2023 (20 জানুয়ারি 2023)
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের সেন্ট্রাল ব্যাংকে গ্রুপ-C চাকরি
🎯 রাজ্যের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে চাকরির বিজ্ঞপ্তি
🎯 প্রাইমারি টেটের ভুল উত্তর খুজে পেলেই ৫০০ টাকা