রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নিয়োগ, 14 নভেম্বর অবধি আবেদন চলবে

Netaji Subhas Open University Faculty Recruitment

রাজ্যের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের জন্য প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অন্তর্গত পুরুষ ও মহিলা উভয় ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সরাসরি অফলাইনের দ্বারা আবেদন করতে হবে।

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তরফ থেকে প্রকাশিত এই নিয়োগ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি ভালোভাবে পড়ে নিন।

Netaji Subhas Open University Faculty Recruitment

Netaji Subhas Open University Faculty Recruitment

নোটিশ নম্বরঃ Reg/Rect/1978

নোটিশ প্রকাশের তারিখঃ 14.10.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

 (1) পদের নামঃ  প্রফেসর (Professor)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 55% নম্বর নিয়ে মাস্টার্স বা M.Ed ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও UGC এর সাথে অন্তর্ভুক্ত হতে হবে এবং 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 19 টি।

 (2) পদের নামঃ অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor)

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্যও একইভাবে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 55% নম্বর নিয়ে মাস্টার্স বা M.Ed ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 16 টি।

 (3) পদের নামঃ  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Associate Professor)

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 55% নম্বর নিয়ে মাস্টার্স বা M.Ed ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং NET/SLET/SET পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 07 টি।

আবেদন পদ্ধতিঃ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।

এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে।

সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফিঃ

জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে 1000 টাকা এবং SC/ST ও PH প্রার্থীদের ক্ষেত্রে 500 আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Netaji Subhas Open University, DD-26, 5th Floor, Salt Lake City, Sector – 1, Kolkata – 700064.

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 14.10.2022
আবেদন শুরু 14.10.2022
আবেদন শেষ 14.11.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 কোলকাতা পুলিশের মাধ্যমে বিভিন্ন গ্রুপ-C পদে চাকরি

🎯 রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

🎯 টাকা ছাপানোর কাজে চাকরি