আগের বছর অবধিও রাজ্যসহ দেশের অধিকাংশ কলেজগুলিতেই তিন বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু ছিল। তবে জাতীয় শিক্ষানীতিতে কোর্সের সময়সীমা বাড়িয়ে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল।
সেই মোতাবেক নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি-UGC)। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতেও চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে চার বছরের অনার্স কোর্স। দেখে নেওয়া যাক চার বছরের অনার্স কোর্স ঠিক কতটা আলাদা।
1) জাতীয় শিক্ষানীতি অর্থাৎ National Education Policy, 2020 মেনে চালু হওয়া নতুন চার বছরের গ্রাজুয়েশন কোর্সটিতে মোট আটটি সেমিস্টার থাকবে। আগের শিক্ষাবর্ষের মতই, এখানেও প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টার শুরু হবে জানুয়ারি মাস থেকে এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টার শুরু হবে জুলাই মাস থেকে। প্রত্যেকটি সেমিস্টারের সময়সীমা হবে 6 মাস করে।
2) চার বছরের নতুন স্নাতক কোর্সে একটি বিশেষ সুবিধা থাকছে, যার নাম মাল্টিপল এন্ট্রি ও এক্সিট অপশন। এর ফলে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর শেষ হবার পর পড়ুয়ারা যদি চান, তাহলে তাদের কোর্স ছেড়ে দিতে পারবেন। উক্ত যোগ্যতা অনুযায়ী পড়ুয়াদের College Certificate দেওয়া হবে। আবার যেসব পড়ুয়া, চার বছর ধরে সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করবেন তারা অনার্স সার্টিফিকেট পাবেন।
3) চার বছরের স্নাতক কোর্সের পরে যারা মাস্টার্স করতে চাইবেন, তাদের জন্য এক বছরের পোস্ট গ্রাজুয়েশন কোর্স থাকবে।
4) নতুন শিক্ষাব্যবস্থাতে, অনার্স কোর্সের পড়ুয়াদের জন্য ‘ইন্টার ডিসিপ্লিনারি কোর্স’ ও ‘সামার ইন্টার্নশিপের’ সুবিধা থাকছে। এর ফলে হাতেকলমে প্রোজেক্ট করতে পারবেন পড়ুয়ারা।
5) নতুন সিস্টেমে 75% উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। যাদের 75% উপস্থিতির হার থাকবে না, তাদের পরীক্ষাতে বসতে দেওয়া হবে না। রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই নতুন শিক্ষাবর্ষে চার বছরের অনার্স কোর্স এবং তিন বছরের পাশ কোর্স চালু করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের শিক্ষা দফতরের তরফে আগে জানানো হয়েছিল কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করা হবে পড়ুয়াদের। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া থেকে পিছিয়ে আসে শিক্ষা দফতর। গত বছরের মতোই ভর্তি প্রক্রিয়া হয়। অন্যদিকে, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়ুয়াদের ভর্তির পর্ব ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলা হয়েছে। নতুন ক্লাস শুরু হবে আগামী 1 অগাস্ট থেকে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 এগুলি চাকরির আপডেট 👇👇
👉 ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল
👉 রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি, অষ্টম শ্রেনি পাশে আবেদন করুন
👉 ফুড SI এর ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে? গুরুত্বপূর্ণ আপডেটটি জানুন
👉 রাজ্যে SDO অফিসে আশা কোঅর্ডিনেটর পদে চাকরি, মাসিক বেতন 15 হাজার টাকা