রাজ্যে আবার বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunreer) নিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হল। এরই মধ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা বিবেচনা করছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের আবারো নতুন করে সিভিক ভলেন্টিয়ার কেন নিয়োগ করা হবে এবং নতুন করে ঠিক কত বছর বয়সসীমা বাড়ানো হয়েছে সেই বিষয়ে আজ আমরা বিস্তারিত জেনে নেবো।
সুত্রের খবর, ইতিমধ্যেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের থেকে নীতিগত ছাড়পত্র পাওয়া গিয়েছে, এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পালা। মনে করা হচ্ছে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।
রাজ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কারন
(1) লোকসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারির বিষয়ে কেউ যদি রাজনীতির অঙ্ক খোঁজেন তবে ভুল করবেন। স্বাভাবিক প্রয়োজনেই, বিশেষত থানাগুলোর লোকবল বৃদ্ধি করতেই বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ার নিয়োগের দরকার হয়ে পড়েছে।
(2) উল্লেখ্য বর্তমানে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলেন্টিয়ার আছেন। তবে কলকাতা পুলিশের অধীনে ৮ টি থানা বেড়ে যাওয়ায় এবং রাজ্য পুলিশের অধীনস্থ বিভিন্ন জেলায় থানার সংখ্যা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা থাকায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ এক রকম জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
(3) আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে। ফলে কলকাতা পুলিশের থানার সংখ্যা ৮০ থেকে বেড়ে ৮৮ হয়েছে।
(4) এর জন্য যেমন নতুন এসআই (SI), কনস্টেবল, সার্জেন্ট দরকার হয়ে পড়েছে তেমনই এই নতুন থানাগুলোতে সিভিক ভলেন্টিয়ারদেরও প্রয়োজন আছে। আদালতের নির্দেশে সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করতে না পারলেও এলাকার যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ভিড় সামলানো ইত্যাদি বহু দরকারি কাজে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
(5) এছাড়াও রাজ্য পুলিশের একটি সূত্রের খবর, লোকসভা ভোটের আগেই বাংলায় আরও কয়েকটি পুলিশ জেলা তৈরি হতে পারে। সেইসঙ্গে রাজ্য পুলিশের অধীনে থানার সংখ্যাও বেড়ে যেতে পারে বেশ কিছুটা। সেখানেও নতুন সিভিক ভলেন্টিয়ার লাগবে। এই সবদিক বিবেচনা করেই খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ার নেওয়ার নতুন বিজ্ঞপ্তি জারির বিষয়ে ভাবনা চিন্তা চলছে।
সিভিক পুলিশদের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত
রাজ্যে নতুন করে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তাতে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। তাই এক্ষেত্রে আরো বেশি চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।
সিভিক পুলিশদের জন্য সংরক্ষণ
পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের তৎপরতায় সিভিক ভলেন্টিয়ারদের কাজের সামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুলিশে যা কনস্টেবল নিয়োগ হয় তার ১০ শতাংশ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত।
এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের জন্য আই কার্ড, নির্দিষ্ট ইউনিফর্ম, কেউ কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা গেলে বা কর্মহীন হয়ে পড়লে পরিবারের একজনকে চাকরি দেওয়ার মতো একাধিক নিয়ম চালু করেছে রাজ্য সরকার। ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে সিভিক ভলেন্টিয়ারের পেশা ক্রমশই আকর্ষণীয় হয়ে উঠছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
👉 রেলের টিকিট কালেক্টর কিভাবে হওয়া যায়?
👉 SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
👉 ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি
👉 ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে
👉 7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি