ভারতীয় বীমা কোম্পানিতে অনেকগুলি পদে চাকরি, সরকারি স্থায়ী পদে নিয়োগ

new India assurance company recruitment 2023

The New India Assurance Company Ltd. হল একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বীমা কোম্পানি। এখানে মোট 450 জন কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে। এখানে প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নং- CORP.HRM/AO/2023

নোটিশ প্রকাশের তারিখ- 27/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

1. পদের নাম- রিস্ক ইঞ্জিনিয়ার / Risk Engineers

শূন্যপদ- এখানে মোট 36 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

2. পদের নাম- অটোমোবাইল ইঞ্জিনিয়ার / Automobile engineers

শূন্যপদ- এখানে মোট 96 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Automobile Engineering এ B.E./B.Tech./M.E./M.Tech অথবা Mechanical Engineering এ গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

3. পদের নাম- লিগ্যাল / Legal

শূন্যপদ- এখানে মোট 70 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ল নিয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

4. পদের নাম- অ্যাকাউন্টস / Accounts

শূন্যপদ- এখানে মোট 30 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

5. পদের নাম- হেল্থ / Health

শূন্যপদ- এখানে মোট 75 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- M.B.B.S / M.D. / M.S. অথবা B.D.S/ M.D.S পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

6. পদের নাম- IT
শূন্যপদ- এখানে মোট 23 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- IT নিয়ে B.E./B.Tech/M.E/M.Tech পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

7. পদের নাম- Generalists

শূন্যপদ- এখানে মোট 120 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সমস্ত পদের জন্যই সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- প্রতি মাসে 80,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগের চুক্তি 4 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য http://newindia.co.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।

গুরুত্বপূর্ণ তারিখ

রেজিস্ট্রেশন- 1st to 21st Aug. 2023

Phase-I পরীক্ষা- 9th September, 2023

Phase-II পরীক্ষা- 8th October, 2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যের একলব্য মডেল স্কুলে গেস্ট শিক্ষক নিয়োগ, ৯ আগস্ট পর্যন্ত আবেদন চলবে
Next articleWBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন | WBP Warder Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here