রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন নিয়ম শুরু হলো, বেহালার ঘটনার পর নেওয়া হলো এই সিদ্ধান্ত

New rules have started in primary schools of West Bengal

1/6: গত সপ্তাহের শুক্রবার বেহালা চৌরাস্তাতে এক আট বছরের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেহালা। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিতে তৎপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল

2/6: চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নতুন নিয়ম আনার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি, প্রাথমিক স্কুলের শিশুদের পথ নিরাপত্তা বিষয়ে আরও সচেতন করানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে চলেছে শিক্ষা পর্ষদ।

3/6: শিশু পড়ুয়াদের রাস্তা পারাপারের সমস্ত রকম নিয়মসহ অন্যান্য বিষয়ে সতর্ক করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে পর্ষদ বলে জানিয়েছেন গৌতম পাল

4/6: প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে “নিরাপত্তামূলক অ্যাডভাইজারি” জারি করা হবে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলির জন্য। এরই সাথে, প্রতি সপ্তাহের শনিবার স্কুলের মূল ক্লাসগুলি শেষ হলে বিশেষ ক্লাস করানোর পরিকল্পনাও চলছে।

5/6: এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সংবাদমাধ্যমে জানান, “আমরা স্কুল শিক্ষা দপ্তর ও বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের সঙ্গে শীঘ্রই বৈঠক করে রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে এডভাইজারি দেব। স্কুলগুলির ভেতরের সুরক্ষা নিয়েও আমরা প্রয়োজনীয় অ্যাডভাইজারি পাঠাচ্ছি।”

6/6: প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে “আনন্দ পরিসর” নামের একটি বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। এই ক্লাসে মূলত পঠন-পাঠনের বাইরে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে থাকেন। পর্ষদের তরফে এই ক্লাসের মধ্যেই পথ নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হবে বলে জানানো হয়েছে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleফুড SI এর ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে? গুরুত্বপূর্ণ আপডেটটি জানুন | WB Food SI Application Update
Next articleIBPS তে 3049 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here